
চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড.মো:জিয়াউদ্দিন বলেছেন, আগামী ১২ অক্টোবর থেকে ১৮ কর্ম দিবস ব্যাপী ১ ডোজ টাইফয়েড টীকা বিনামূল্যে দেয়ার ব্যবস্থা করা হয়েছে।
বিভাগীয় কমিশনার আজ চট্টগ্রাম মোটেল সৌকতএ রহালদা কনফারেন্স রুমে জেলা তথ্য অফিস চট্রগ্রাম এর ব্যবস্থাপনায় ও ইউনিসেফ এর সহযোগিতায় টাইফয়েড টীকা দান ক্যাম্পেইন ২০২৫ উপলক্ষে স্কাউট ওগার্লস গাইডদের ওরিয়েন্টেশন সভায় প্রধান অতিথির বক্তব্যে এই সব কথা বলেন।
বিভাগীয় কমিশনার বলেন, টাইফয়েড জ্বর মারাত্মক রোগ,এতে দেশে বিশেষ করে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী অনেক শিশুর মৃত্যু ঘটে।তাই সরকার ৯ মাস থেকে ১৫ বছর বয়সী ছাত্রছাত্রী ওঅন্যান্য শিশুদের আগামী ১২ অক্টোবর থেকে ১৮ কর্মদিবস ব্যাপী ১ ডোজ টাইফয়েড টীকা বিনা মূল্যে দেয়ার ব্যবস্থা করেছে।এজন্য ১৭ ডিজিটের জন্মনিবন্ধন সনদ দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।রেজিষ্ট্রেশন এবং ৯ মাস থেকে ১৫ বছর বয়সের সকল শিশু যেন টীকা দেয় সে বিষয়ে স্কাউট ওগার্লস গাইডদের জনসচেতনতা সৃষ্টিতে ভূমিকা রাখার তিনি আহ্বান জানান।তিনি বলেন এই টীকা দিলে প্রতি বছর হাজার হাজার শিশু মৃত্যুর হাত থেকে রক্ষা পাবে।কর্মশালায় কি ভাবে রেজিষ্ট্রেশন করতে হবে তা অনুশীলন করা হয় ও একটি কর্মপরিকল্পনা তৈরি করা হয়।
চট্টগ্রাম জেলা তথ্য অফিসের পরিচালক মীর হোসেন আহসানুল কবীরের সভাপতিত্বে ইউনিসেফ চট্টগ্রাম বিভাগের ফিল্ড অফিসার মিজমাধুরী ব্যানার্জী,গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক উন সুয়া বড়ুয়া সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর আলম, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক গোলাম সারওয়ার, স্কাউট চট্টগ্রাম অঞ্চলের পরিচালক ফারুক আহমেদ বিশেষ অতিথির বক্তৃতা করেন।সভায় ৪৫ জন স্কাউটওগার্লসগাইড সদস্য অংশগ্রহণকারী হিসেবে উপস্থিত ছিল।
সভায় সরকারি কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।