দেশকে এগিয়ে নিতে হলে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ঐক্য ধরে রাখতে হবে

দেশকে এগিয়ে নিতে হলে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ঐক্য ধরে রাখতে হবে

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আলহাজ্ব আবু সুফিয়ান বলেছেন, সৌহার্দ্য ও সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপনকারী দেশ বাংলাদেশ। এদেশে আমরা সব ধর্মের লোক মিলেমিশে শান্তিতে বসবাস করছি। আমরা যদি জাতি হিসেবে সামনে দিকে এগিয়ে যেতে চায় তাহলে এই সম্প্রীতি ও ঐক্য আমাদের ধরে রাখতে হবে। আমাদের বুঝতে হবে সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশের জাতীয় ঐক্যের মেরুদণ্ড। তাই প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে সম্প্রীতি বজায় রাখার জন্য কাজ করতে হবে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ১৮নং পূর্ব বাকলিয়া ওয়ার্ডের বলিরহাট ও বজ্রঘোনা এলাকায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে কর্ণফুলী ক্লাবের উদ্যোগে আয়োজিত অষ্টমী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি পূর্ব বাকলিয়া ওয়ার্ডে কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং সনাতন ধর্মালম্বিদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।

তিনি আরও বলেন, আমাদের উচিত নিজ ধর্মের পাশাপাশি অন্য ধর্মের প্রতিও শ্রদ্ধাশীল থাকা। অন্যের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে এমন কোন কর্মকাণ্ড আমরা করবোনা। তবেই আমরা সত্যিকার অর্থে একটি মানবিক ও উন্নত সমাজ গড়ে তুলতে পারব, যেখানে সব ধর্ম, বর্ণ, ও সংস্কৃতির মানুষ শান্তিতে ও নিরাপদে থাকবে। সম্প্রীতির মন্ত্রকে হৃদয়ে ধারণ করে একটি উন্নত, শান্তিপূর্ণ ও সম্প্রীতিময় বাংলাদেশ গড়ে তোলার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমি আপনাদের সকলকে বিএনপির পক্ষ থেকে, বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা জানাই। আশা করছি আপনাদের শারদীয় দুর্গোৎসব দশমী পর্যন্ত শান্তিতে, নিরাপদে ও আনন্দে উদযাপন করবেন।

এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন লিপু, চান্দগাঁও থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন ভুইয়া, হাজী জসিম উদ্দিন, মো. সাইফু, চান্দগাঁও থানা যুবদলের সাবেক আহবায়ক গোলজার হোসেন, বাবু দত্ত, রাজকুমার প্রমুখ।

ক্যাপশন: ১৮নং পূর্ব বাকলিয়া ওয়ার্ডে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে পূজামণ্ডপ পরিদর্শন করছেন আবু সুফিয়ান।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email