
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি) টিকাদান কার্যক্রম নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ১২অক্টোবর হতে মাসব্যাপি এই ক্যাম্পেইন চলবে।
১৮কর্ম দিবসের এই ক্যাম্পেইনে প্রথম ১০দিন শিক্ষা প্রতিষ্ঠান ও স্থায়ী টিকাদান কেন্দ্রে এবং পরবর্তী ৮ দিন স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে এই কার্যক্রম অনুষ্ঠিত হবে। এবার আনোয়ারা উপজেলায় ৬৮ হাজার শিক্ষার্থীকে টিকার আওতায় আনা হবে বলে সভায় জানানো হয়। এনিয়ে সচেতনতা ক্যাম্পেইন শুরু করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা কনফারেন্স রুমে এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহতাব উদ্দিন চৌধুরীর সঞ্চলনায় সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও তাহমিনা আক্তার।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আনোয়ারা থানার অফিসার ইনচার্জ ওসি মনির হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার সানাউল্লাহ কাওছার, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাক্তার সমরঞ্জন বড়ুয়া,
মাধ্যমিক শিক্ষা অফিসার প্রতিনিধি মরিয়ম আক্তারসহ বিভিন্ন কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা।
সভাপতির বক্তব্যে ইউএনও তাহমিনা আক্তার বলেন, টিকা মানুষের অনেক সংশয় থাকে। এটি দূর করতে আমাদের সচেতন কার্যক্রম বৃদ্ধি করতে হবে। বিশেষ করে মাদ্রাসায় আমাদের সচেতনতা তৈরী করতে হবে। টাইফয়েড ভ্যাকসিন একটি গুরুত্বপূর্ণ টিকা। ইসলামিক রাজনৈতিক দলগুলোকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। ইসলমিক ফাউন্ডেশনের কাজ জোরদার করতে হবে। আমাদের লক্ষমাত্রা আশা করি পূরণ হবে। রেজিষ্ট্রেশন করার ক্ষেত্রে সমস্যা গুলো চিহ্নিত করে কাজ করতে হবে।