চন্দনাইশে শহীদ জিয়ার স্মৃতি বিজড়িত বৈঠকখানার উদ্ভোধন করলেন মেয়র শাহাদাত

চন্দনাইশে শহীদ জিয়ার স্মৃতি বিজড়িত বৈঠকখানার উদ্ভোধন করলেন মেয়র শাহাদাত

চট্টগ্রামের চন্দনাইশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত বৈঠকখানাটি পুনঃনির্মান শেষে উদ্ভোধন করা হয়েছে।

শুক্রবার ( ৩ অক্টোবর ) বিকালে চন্দনাইশ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বরুমতি খালের পাড় সংলগ্ন খুশল‍্যা মাঝির ব্রীজের পাশে নির্মিত বৈঠকখানাটির পুনঃনির্মাণ শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্ভোধন করেন চট্টগ্রাম সিটি মেয়র ও কেন্দ্রীয় বিএনপির সাবেক বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডাক্তার শাহাদাত হোসেন।
উল্লেখ্য, চন্দনাইশের বরুমতি খালটি ১৯৮০ সালে তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান পুনঃখনন কাজের উদ্বোধন করেছিলেন। সে সময খাল খনন কাজের উদ্বোধনের পর প্রেসিডেন্ট জিয়ার বসার জন্য বরুমতি খালের পাড়ে একটি বৈঠকখানা স্থাপন করা হয়েছিল, সেটি দীর্ঘ ৪৫ বছরে প্রায় বিলুপ্ত হয়ে যায়।প্রেসিডেন্ট জিয়ার স্মৃতি বিজড়িত সেই বৈঠক খানাটি পূর্ণ নির্মাণের জন্য উদ্যোগ নেন চট্টগ্রাম সিটি মেয়র ড. শাহাদাত হোসেন। অবশেষে গত জুলাই মাসে তিনি নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উদ্ভোধনের পর নির্মানশেষে শুক্রবার বিকালে আনুষ্ঠানিকভাবে বৈঠক খানাটি উদ্ভোধন করা হয়। ৫ লক্ষাধিক টাকা ব্যয়ে নির্মিত এই বৈঠক খানাটির পাশাপাশি সেখানে একটি টিউবল বসানো সিদ্ধান্তও নেওয়া হয়।

স্থানীয়রা জানান, চন্দনাইশে বরুমতি খাল খনন কাজের উদ্বোধন করার জন্য হেলিকপ্টারযোগে আড়ালিয়া বিলে নেমেছিলেন তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তার আগমন বার্তায় চন্দনাইশের শিশু-কিশোর থেকে শুরু করে আবাল, বৃদ্ধ-বণিতার মধ্যে উচ্ছাস উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ১৯৭৮ সালে পটিয়া থেকে চন্দনাইশ আলাদা হয়ে প্রথমবারের মত চন্দনাইশে একজন প্রেসিডেন্টের আগমন মানুষের মাঝে আনন্দের বন্যা এনে দিয়েছিল। তাঁর স্মৃতি রক্ষার্থে বরুমতি খালের পূর্ব পাড়ে তার নামে একটি জিয়া সড়ক নামকরণ করা হয়। স্বেচ্ছাশ্রমে ১৯৮০-৮১ অর্থ বছরে বরুমতি খাল পুনঃখনন কাজের উদ্বোধনের পর খাল পাড়ে তিনি বসার জন্য একটি বৈঠকখানা তৈরি করা হয়েছিলো। চোখে কালো চশমা , গায়ে সাদা গেঞ্জি , মাথায় সাদা ক্যাপ পড়ে পায়ের উপর পা তুলে এক দৃষ্টিনন্দন ভঙ্গিতে বসেছিলেন তিনি সে বৈঠকখানায়। সে ছবিটি ঐ সময় দলীয় নেতাকর্মীদের কাছে উৎসাহমূলক এবং প্রিয় হয়ে উঠেছিল। কে সেই ছবিটি তুলেছিলেন তা কেউ বলতে না পারলেও ছবিটি শোভা পেয়েছিল বাৎসরিক ক্যালেন্ডারে।
প্রয়াত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সে স্মৃতি বিজড়িত বরুমতি খালের বৈঠকখানাটি অবশেষে পূর্ণ নির্মিত হওয়ায় বিএনপির নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল‍্য সৃষ্টি হয়েছে। এ সময় দক্ষিণ জেলা বিএনপির সদস্য ইখতিয়ার হোসেনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক মোহাম্মদ ইদ্রিস মিয়া, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন যুগ্ম সম্পাদক বিচারপতি আব্দুস সালাম মামুন, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোহাম্মদ হেলালউদ্দিন সিআইপি, মোহাম্মদ জসিমউদ্দিন, মনজুর আলম তালুকদার, শফিকুল ইসলাম রাহী, সিরাজুল ইসলাম সওদাগর, আরিফুল ইসলাম মারুফসহ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

 

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email