
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ লাকি আক্তার (৩২) নামে এক মহিলা মাদককারবারিকে আটক করেছে সেনাবাহিনী । এ সময় ওই মহিলার বাড়ি তল্লাশি করে ৪৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মঙ্গলবার (৭ অক্টোবর) দিবাগত মধ্য রাতে দোহাজারী পৌরসভার ৬নং ওয়ার্ড ডাকবাংলো কলোনির মাহাবুদ্দিনের বাড়ি থেকে তাকে আটক করা হয়। বাংলাদেশ সেনাবাহিনী চন্দনাইশ ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন আরেফ আসমার জয়ের নেতৃত্বে একটি টিম এ অভিযান পরিচালনা করেন।
স্থানীয়রা জানান, ওই মহিলা দীর্ঘদিন ধরে দর্জি কাজের আড়ালে তার বাড়ীতে ইয়াবার ব্যবসা চালিয়ে আসছিল।
চন্দনাইশ ক্যাম্পের দায়িত্বরত কমান্ডার ক্যাপ্টেন আরেফ আসমার জয় গনমাধ্যমকে জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ারও ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাকি আক্তারকে চন্দনাইশ থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনীর সদস্যরা।