ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আর কোনো সংশয় নেই-প্রেস সচিব

ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আর কোনো সংশয় নেই-প্রেস সচিব

“ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে এখন আর কোনো সংশয় নেই, সব বাধা-সংশয় ধুয়ে মুছে কেটে গেছে”- এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শুক্রবার বিকেল ৫ টার দিকে ময়মনসিংহ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “অনেক বছর পর আমরা একটা রিয়েল ইলেকশন দেখতে যাচ্ছি। গত ১৬ বছর ধরে হাসিনার আমলে আমরা ভুয়া নির্বাচন দেখেছি। সেই জায়গা থেকে আমরা সরে এসেছি। এবার ইতিহাসের অন্যতম সেরা নির্বাচন হবে।”

তিনি আরও বলেন, ইতিমধ্যে নির্বাচনী আমেজ তৈরি হয়েছে। “জামালপুর ও হালুয়াঘাটে ঘুরে দেখেছি-নেতাদের পোস্টার, ব্যানারে নির্বাচনী রঙ ছড়িয়ে পড়েছে। দলগুলো দুই-তিন সপ্তাহের মধ্যে প্রার্থীদের নাম ঘোষণা করলে পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে উঠবে।”

জুলাই সনদ নিয়ে সব রাজনৈতিক দল একমত হয়েছে জানিয়ে শফিকুল আলম বলেন, “আলোকচিত্রী শহিদুল আলম বর্তমানে ইসরায়েল থেকে তুরস্কগামী এক বিমানে আছেন। আমরা সার্বক্ষণিক তাঁর খোঁজখবর রাখছি। ইস্তাম্বুলে পৌঁছালে তাঁর সঙ্গে কথা বলে জানা যাবে, তিনি কবে দেশে ফিরবেন।”

সভায় ময়মনসিংহের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email