কর্ণফুলী শাহ আমানত (রাঃ) সেতুর টোল বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন

কর্ণফুলী শাহ আমানত (রাঃ) সেতুর টোল বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন

কর্ণফুলী শাহ আমানত (রাঃ) সেতুর অন্যায় ও অযৌক্তিক টোল আদায়ের প্রতিবাদে কর্ণফুলী নাগরিক পরিষদ, সিডিএ কর্ণফুলী আবাসিক প্লট মালিক কল্যাণ সমিতি এবং বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন, চট্টগ্রাম জেলা শাখার যৌথভাবে এক সংবাদ সম্মেলন করেছে।

শনিবার (১১ অক্টোবর) সকালে চট্টগ্রাম একাডেমির ফয়েজ- নুর নাহার মিলনায়তনে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, কর্ণফুলী সেতুর টোলের কারণে দক্ষিণ চট্টগ্রামবাসী দীর্ঘদিন ধরে ভোগান্তির শিকার হচ্ছেন। প্রতিদিন একাধিকবার একই সেতুতে টোল দিতে বাধ্য হওয়ায় মানুষের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাচ্ছে, যানজট ও ভোগান্তি নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে।

বক্তারা অভিযোগ করেন, আন্তর্জাতিকভাবে প্রচলিত নিয়ম অনুযায়ী নদীর দুই তীরে জনবসতি থাকলে সেতু থেকে টোল আদায় করা হয় না। অথচ কর্ণফুলী সেতুর ক্ষেত্রে সেই নীতি উপেক্ষা করা হচ্ছে, যা দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রতি বৈষম্যের শামিল। টোলের কারণে এলাকার উন্নয়ন ও বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে বলেও তারা উল্লেখ করেন।

বক্তারা অবিলম্বে টোল আদায় বন্ধ ও স্থায়ী সমাধানের দাবি জানান। একই সঙ্গে তারা ঘোষণা দেন, আগামী ১৭ অক্টোবর ২০২৫, শুক্রবার বিকাল ৪ টায় মইজ্জ্যারটেক টোলপ্লাজার পশ্চিম পাশে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হবে, যেখানে দক্ষিণ চট্টগ্রামের সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করবেন।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, সিডিএ কর্ণফুলী আবাসিক প্লট মালিক কল্যাণ সমিতির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট জিয়া হাবিব আহসান, কর্ণফুলী নাগরিক পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট এস.এম ফোরকান, সদস্য সচিব সাংবাদিক শফিক আহমেদ সাজিব, বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন (বিএইচআরএফ) চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এএইচএম জসিম উদ্দিন, বাংলাদেশ সমিতি (ইউ.এ.ই) সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মো. রফিক সিকদার, সিডিএ কর্ণফুলী আবাসিক প্লট মালিক কল্যাণ সমিতির সহ-সভাপতি মো. গোলাম ওয়ারেছ, কর্ণফুলী নাগরিক পরিষদের এইচএম হারুন অর রশিদ।

এ সময় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মো. উসমান, ব্যাংকার মো. মেহেরাব হোসেন খান, নজরুল ইসলাম (লোটাস), ব্যবসায়ী এজাবত উল্লাহ, প্রকৌশলী গোলাম কিবরিয়া মো. রিয়াদ, নুরুল আবছার চৌধুরী, মো. সেলিম, অ্যাডভোকেট মো. জাহিদুল ইসলাম, এজাজ আল ফারুক প্রমুখ।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email