আনোয়ারায় বিএনপির নারী সমাবেশ: নারীর ক্ষমতায়ন নিশ্চিত করবে বিএনপি – মীর হেলাল

আনোয়ারায় বিএনপির নারী সমাবেশ: নারীর ক্ষমতায়ন নিশ্চিত করবে বিএনপি - মীর হেলাল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও “নারী মর্যাদা সুরক্ষা ও ক্ষমতায়ন” শীর্ষক বিশাল মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে। শনিবার (১১ অক্টোবর) সকাল ১১টায় আনোয়ারা উপজেলার ‘কিং অব আনোয়ারা কনভেনশন হলে’ এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ব্যারিস্টার মীর হেলাল। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দীন।

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার মীর হেলাল বলেন, আনোয়ারা-কর্ণফুলীর মতো এত বড় মহিলা সমাবেশ এর আগে কোথাও অনুষ্ঠিত হয়নি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের নারীর ক্ষমতায়নের জন্য প্রথম যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন। তাঁরই ধারাবাহিকতায় দেশনায়ক তারেক রহমানও নারীর মর্যাদা ও নেতৃত্বের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছেন।

তিনি আরও বলেন,তারেক রহমান তাঁর জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনজন নারী হিসেবে উল্লেখ করেছেন মা বেগম খালেদা জিয়া, স্ত্রী ডা. জোবায়েদা রহমান এবং কন্যা জাইমা রহমানকে। এর মাধ্যমে তিনি প্রমাণ করেছেন, ভবিষ্যৎ বাংলাদেশে নারী নেতৃত্ব ও নারীর ভূমিকা হবে অনন্য উচ্চতায়।”

ব্যারিস্টার মীর হেলাল জানান, বিএনপি সরকার গঠন করলে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আওতায় কয়েক লাখ পরিবারকে অন্তর্ভুক্ত করা হবে, যেখানে পরিবারের প্রধান পুরুষ নয়, মালিক হবেন নারী।

তিনি বলেন, আমাদের দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। তাদের ক্ষমতায়ন ছাড়া জাতীয় অগ্রগতি সম্ভব নয়। বিএনপি বিশ্বাস করে-প্রতিটি দেশপ্রেমিক নাগরিকই ধানের শীষের শক্তি। আগামী নির্বাচনে বিএনপি বিজয়ী হলে সকল নাগরিকের সমঅধিকার নিশ্চিত হবে, নারীদের সামাজিক ও রাষ্ট্রীয় নিরাপত্তা এবং ক্ষমতায়ন নিশ্চিত করবে দেশনায়ক তারেক রহমান।
সমাবেশে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং হাজারো নারী উপস্থিত ছিলেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email