
বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক এসোসিয়েশনের উদ্যোগে ও জাতীয়তাবাদী ক্রীড়া দলের সহযোগিতায় আগামী ২৪ অক্টোবর চট্টগ্রামে অনুষ্ঠিতব্য জিয়া স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের চট্টগ্রাম বিভাগীয় আয়োজক কমিটির প্রাক প্রস্তুতি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
আগামী ২৪ অক্টোবর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে জিয়া ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। সেখানে চারটি দল অংশগ্রহণ করবে যেখানে জাতীয় ফুটবল দলের সাবেক তারকা খেলোয়াড়েরা নেতৃত্ব দিবে। এতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল একটি দলের নেতৃত্ব দিবেন। এই টুর্নামেন্টের মাধ্যমে তৃণমূল থেকে ফুটবলকে জনপ্রিয় করার কাজ শুরু হবে। এই ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে সারাদেশে ফুটবলের পুনঃজগরণ ঘটবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
চট্টগ্রাম বিভাগীয় জিয়া ফুটবল টুর্নামেন্টের সাংস্কৃতিক কমিটির সদস্য আলহাজ্ব এম এ আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক এসোসিয়েশনের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক ও চট্টগ্রাম বিভাগীয় জিয়া ফুটবল টুর্নামেন্টের প্রচার কমিটির আহবায়ক ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী। উপস্থিত ছিলেন বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক এসোসিয়েশনের কেন্দ্রীয় সদস্য ও চট্টগ্রাম বিভাগীয় জিয়া ফুটবল টুর্নামেন্টের মাঠ পরিচালনা কমিটির আহবায়ক মসিউল আলম স্বপন, চট্টগ্রাম বিভাগীয় জিয়া ফুটবল টুর্নামেন্টের প্রচার কমিটির সদস্য সচিব এস এম সাইফুল আলম, মাঠ পরিচালনা কমিটির সদস্য সচিব কাজী বেলাল উদ্দিন, শৃঙ্খলা কমিটির সদস্য সচিব আব্দুল হালিম শাহ আলম, মিডিয়া কমিটির সদস্য সচিব মোহাম্মদ ইদ্রিস আলী, সাংস্কৃতিক কমিটির সদস্য সচিব সাইফুল ইসলাম ভুট্টু, টুর্নামেন্ট কমিটির সদস্য মন্জুর আলম চৌধুরী মন্জু, হাজী মো. সালাউদ্দীন, মো. কামরুল ইসলাম, মামুনুল ইসলাম হুমায়ুন, সাইফুল আলম, এম এ মুছা বাবলু, সাংবাদিক ইমরান এমি, নাজমা সাইদ, তৌহিদুল ইসলাম রাসেল, নুর হোসেন উজ্জ্বল, রিফাত হোসেন শাকিল, নুর জাহেদ বাবলু, মামুন উদ্দীন, নাছির উদ্দীন, আমজাদুল আহসান আমজাদ, এম এইচ হাসান, মো. সোহেল, আবুল হাসনাত আজাদ, একরাম আফসার, হায়দার কবির, কাজী মোজাম্মেল হক মানিক, কাজী মিজানুর রহমান, মো. ফিরোজ খান, জামাল উদ্দীন, নজরুল বাবু প্রমুখ।