আগামী ৭ দিনের মধ্যে খুনীদের গ্রেপ্তার করা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে

আগামী ৭ দিনের মধ্যে খুনীদের গ্রেপ্তার করা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে

সন্ত্রাসীদের হাতে উপজেলা বিএনপি নেতা আবদুল হাকিম চৌধুরীকে নৃশংস ভাবে
হত্যার প্রতিবাদে রাউজান উপজেলা, পৌরসভা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিশাল প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। আজ ১১ অক্টোবর শনিবার দুপুরে উপজেলার দ্বিতীয় বানিজ্যিক কেন্দ্র নোয়াপাড়া পথের হাটে আয়োজিত বিক্ষোভ বিক্ষোভ মিছিলটি কাপ্তাই সড়ক হয়ে নোয়াপাড়া বাজার প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিল পূর্বে নোয়াপাড়া পথেরহাট বাজার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমেদ। উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ তালুকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মনজুরুল হক, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ হাবিব উল্লাহ মাস্টার, জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক হাজী জসিম উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি সাবের সুলতান কাজল, রাউজান উপজেলা বিএনপির সদস্য হাফেজ এম. এ. হাসেম, অ্যাডভোকেট হাসেম, সামসুল হক বাবু, রাউজান উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন উর রশিদ, মোহাম্মদ আলম, মুবিনুল হক, পৌরসভা যুবদলের সদস্য সচিব শাহজাহান সাহিল, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ছোটন আজম, একরাম মিয়া, আইয়ুব খান জনি, শেখ নাজিম উদ্দিন, জানে আলম, তৌহিদুল ইসলাম, অ্যাডভোকেট মফিজ উদ্দিন ইমন, জানে আলম সিকদার, নজরুল ইসলাম, আবুল কাশেম রানা, নিজাম উদ্দিন চৌধুরী, বাপ্পা কুমার দাশ, আরাফাত রানা, মোহাম্মদ দিদার, জাহেদুল ইসলাম, মো. মুরাদ, হাসান মুরাদ, ইয়াকুব বাদশা , পাভেল, পারভেজ প্রমুখ।
সভায় বক্তারা বলেন ‘জনাব রিজভী সাহেব দেখে যান আবদুল হাকিম বিএনপি কর্মী কিনা। আর কত বিএনপি কর্মী মারা গেলে আপনাদের ঘুম ভাঙ্গবে। তারা রাউজানে র‌্যাব ক্যাম্প স্থাপনের দাবি জানিয়ে বলেন আগামী ৭ দিনের মধ্যে খুনীদের গ্রেপ্তার করা না হলে বৃহত্তর আন্দাোলন গড়ে তোলা হবে।’
রাউজান উপজেলা ও পৌরসভার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email