
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ইয়াহইয়া আখতার বলেছেন, পুলিশি নিরাপত্তা নয়, বরং ত্রিশ হাজার শিক্ষার্থীর উপস্থিতি ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকেই নির্বাচনের মূল নিরাপত্তা।
তিনি মনে করেন, এই নির্বাচন শিক্ষার্থীরাই চেয়েছে, তাই তারাই এর নিরাপত্তা নিশ্চিত করবে বলে।
বুধবার (১৫ অক্টোবর) সকালে বিজ্ঞান অনুষদের সামনে ভোটকেন্দ্র পরিদর্শনের সময় সাংবাদিকদের কাছে তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি অন্যান্য কেন্দ্রগুলোও ঘুরে দেখেন।
নির্বাচনের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, ‘আপনারা যে পুলিশ দেখছেন, তারা আমাদের নিরাপত্তা নয়। আমাদের নিরাপত্তা হচ্ছে ত্রিশ হাজার শিক্ষার্থী। কারণ এই নির্বাচন তারাই চাইছে, তারাই নিরাপত্তা দেবে।’
শিক্ষার্থীদের ভোটদানের উৎসাহ দিতে গিয়ে তিনি বলেন, ‘আপনারা তো জাতীয় নির্বাচনে ভোট দিতে পারেননি। আপনাদের জীবনের প্রথম ভোট এখান থেকে শুরু করে দিন। এটা জাতীয় নির্বাচনের একটি রিহার্সেল হিসেবে ধরুন।’
যারা এখনো হলে বা ঘরে বসে আছেন, সেই শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনাদের আহ্বান জানাবো, আপনারা নির্বিঘ্নে চলে আসুন। শাটল ট্রেনের শিডিউল বাড়ানো হয়েছে, বাসের ব্যবস্থা করা হয়েছে। আপনারা বন্ধুর সাথে চলে আসুন। দলে দলে এসে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করুন।’
উল্লেখ্য, নির্বাচনে প্রার্থী রয়েছেন ৯০৮ জন। এর মধ্যে চাকসুর ২৬টি পদের বিপরীতে ৪১৫ জন, হল সংসদে ৪৭৩ জন এবং হোস্টেল সংসদে ২০ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। নির্বাচনে ভোটার রয়েছেন ২৭ হাজার ৫২১ জন। এর মধ্যে ছাত্র ১৬ হাজার ৮৪ জন ও ছাত্রী ১১ হাজার ৩২৯ জন। সর্বশেষ ১৯৯০ সালে নির্বাচন হয়েছে।