উত্তর ফটিকছড়ি সচেতন নাগরিক সমাজ’র মতবিনিময় সভা সম্পন্ন

উত্তর ফটিকছড়ি সচেতন নাগরিক সমাজ’র মতবিনিময় সভা সম্পন্ন

১৩ অক্টোবর উত্তর ফটিকছড়ি সচেতন নাগরিক সমাজ’র উদ্যোগে এক মতবিনিময় সভায় সংগঠনের আহ্বায়ক এড. আবছার উদ্দিন হেলাল’র সভাপতিত্বে ও সদস্য সচিব মুহাম্মদ মিনহাজ উদ্দিন সিদ্দিকী’র সঞ্চালনায় রাত ৮ ঘটিকায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন-বিজিএমইএ পরিচালক শিল্প উদ্যোক্তা আলহাজ্ব রকিবুল আলম চৌধুরী, নারায়ণহাট কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের চৌধুরী, নারায়ণহাট উচ্চ বিদ্যালয়ের গভনিং বডির সদস্য এম.এ.সত্তার, ব্যাংকার আবুল মুনসুর, ব্যবসায়ী ইউসুফ মোহাম্মদ, চট্টগ্রাম কর আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী খালিদ বিন সরওয়ার, চট্টগ্রাম হজ্ব কাফেলার সহকারী পরিচালক মাওলানা মুহাম্মদ সৈয়দুল হক, সাবেক ছাত্রনেতা রোকন উদ্দিন সিকদার, রাজনীতিবিদ কামাল উদ্দিন সিকদার, ব্যবসায়ী শাহজাহান, প্রিয় নারায়ণহাট চীফ এডমিন সাজ্জাতুল হাসনাত, ব্যবসায়ী মুহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী সাজ্জাদ, জমিদারপাড়া বসুন্ধরা সমাজকল্যাণ যুব সংগঠন এর স্থায়ী পরিষদের সদস্য ইরফানুল আবছার, সহকারী কৃষি কর্মকর্তা মুহাম্মদ জাহেদুল ইসলাম, কর আইনজীবী নোমান বিন খুরশিদ, ছাত্র অধিকার পরিষদ চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি রবিউল হোসেন তানজিম, জেলা ছাত্রনেতা মুহাম্মদ মিনহাজ উদ্দিন, থানা ছাত্রনেতা মুহাম্মদ রায়হান, সমাজকর্মী মুহাম্মদ জামাল, সমাজকর্মী মুহাম্মদ আশিক, যুবনেতা নুরুল আবছার প্রমুখ। উক্ত মতবিনিময় সভায় বক্তারা বলেন, ফটিকছড়ি উত্তর উপজেলা এতদ্াঞ্চলের গণ মানুষের প্রাণের দাবি বাস্তবায়ন হচ্ছে জেনে সর্বসাধারন উচ্ছসিত। ইহা সর্বসাধারন উপকৃত হয় এমন যৌক্তিক স্থানে স্থাপন হোক সকলেই প্রত্যাশা করে যৌক্তিক স্থানে স্থাপন করার জোর দাবি জানান।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email