
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান সম্প্রতি তার সাফল্যের সূত্র উন্মোচন করেছেন। তার মতে, জীবনে সাফল্য পেতে মেধার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো ইচ্ছাশক্তি এবং আত্মনিবেদন।
জয়া জানান, ‘মেধা দিয়ে সবকিছু অর্জন করা সম্ভব নয়, সবচেয়ে বড়ো বিষয় হলো নিজের লক্ষ্যপূরণের জন্য অদম্য ইচ্ছা থাকা। নিজের প্রতি বিশ্বাস রেখে এগিয়ে যেতে হবে, তখনই আসবে সাফল্য।’
এছাড়া, তিনি সম্প্রতি জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-এর একটি পর্বে অতিথি হয়ে এসে তার জীবনের নানা অভিজ্ঞতা শেয়ার করেন। এ পর্বটি ১৮ অক্টোবর শনিবার রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত ৯৩.৬ এফএমে সম্প্রচারিত হবে। অনুষ্ঠানের সঞ্চালনা করেছেন রুম্মান রশীদ খান এবং প্রযোজনায় ছিলেন জেড আই ফয়সাল।
অভিনয় জীবনের শুরুতে তিনি কেমন ছিলেন, সেটি প্রসঙ্গে জয়া বলেন, ‘প্রথমদিকে আমি ক্যামেরার অ্যাঙ্গেলও বুঝতে পারতাম না, কিন্তু গুণী নির্মাতাদের নির্দেশনা এবং পরিশ্রমের মাধ্যমে আজ হয়ত অভিনয়ের অনেক কিছু শিখেছি।’
তার মতে, যে সময়ে তিনি আছেন, সেটি আসার পিছনে মূল ভূমিকা রেখেছে ধৈর্য এবং কঠোর পরিশ্রম।
এছাড়া, নিজের শখের বিষয়েও তিনি কথা বলেন, ‘আমি পুরোনো জিনিসের ভক্ত। পুরোনো জিনিস শুধু অতীত নয়, এটি আমার জন্য বর্তমান এবং ভবিষ্যতের সেতুবন্ধনও বটে।’
তিনি জানান, তার বাসায় প্রায় ২০০ বছর পুরোনো একটি আলমিরা রয়েছে, যা তিনি খুব যত্ন সহকারে সংরক্ষণ করেছেন। পাশাপাশি, সেই খাটটিও এখনও রক্ষিত আছে, যেখানে তার জন্ম হয়েছিল।
সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক মন্তব্য নিয়ে জয়া বলেন, ‘আমি কমেন্টবক্স সাধারণত পড়ি না, কিন্তু যখন পড়ি, তখন খারাপ মন্তব্যকারীদের জন্য দুঃখ হয়। যারা অশোভন মন্তব্য করেন, তারা হয়তো পৃথিবীতে আছেন, কিন্তু তাদের বলা বাজে কথা একদিন তাদেরই পিছু ছাড়বে। আমি এসব থেকে নিজেকে দূরে রাখি।’
অভিনয়ের পাশাপাশি তিনি বর্তমানে প্রযোজনাতেও বেশ সক্রিয়। তার প্রযোজনা সংস্থা ‘সি-তে সিনেমা’ থেকে একাধিক চলচ্চিত্র নির্মাণাধীন রয়েছে, যা শিগগিরই মুক্তি পাবে বলে জানিয়েছেন তিনি।