জিয়া ফুটবল টুর্নামেন্টের আয়োজক কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

জিয়া ফুটবল টুর্নামেন্টের আয়োজক কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিভাগীয় জিয়া ফুটবল টুর্নামেন্ট ২০২৫ সফল করার লক্ষে টুর্নামেন্ট আয়োজক কমিটির এক প্রস্তুতি সভা শুক্রবার (১৭ অক্টোবর) বিকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম (সিজেকেএস) মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং জাতীয়তাবাদী ক্রীড়া দলের সহযোগিতায় আগামী ২৪ অক্টোবর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। সেখানে চারটি দল অংশগ্রহণ করবে, যেখানে জাতীয় ফুটবল দলের সাবেক তারকা খেলোয়াড়রা নেতৃত্ব দেবে। তৃণমূল পর্যায় থেকে ফুটবল খেলোয়াড় তুলতে এবং ফুটবলের জাগরণ করতে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। ধারাবাহিকভাবে সারাদেশে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

জিয়া ফুটবল টুর্নামেন্টের চট্টগ্রাম বিভাগীয় আয়োজক কমিটির উপদেষ্টা মাহবুবের রহমান শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় টুর্নামেন্টের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, টুর্নামেন্ট কমিটির উপদেষ্টা ভিপি হারুনুর রশীদ হারুন, আবুল হাশেম বক্কর, ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী, টুর্নামেন্ট আয়োজক কমিটির সদস্য এস এম সাইফুল আলম, কাজী বেলাল উদ্দিন, শফিকুর রহমান স্বপন, শাহ আলম, ইয়াছিন চৌধুরী লিটন, আহমেদুল আলম চৌধুরী রাসেল, মন্জুর আলম চৌধুরী মন্জু, জয়নাল আবেদীন জিয়া, মোহাম্মদ মহসিন, মো. সালাউদ্দীন, মো. কামরুল ইসলাম, মামুনুল ইসলাম হুমায়ুন, মশিউল আলম স্বপন, ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বিপ্লব দে পার্থ, মোহাম্মদ ইদ্রিস আলী, মোহাম্মদ শাহজাহান, হাসান জসিম, কামরুদ্দিন সবুজ প্রমুখ।

 

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email