নতুন প্রজন্মই গড়বে সাস্টেইনেবল বাংলাদেশ : মেয়র ডা. শাহাদাত হোসেন

নতুন প্রজন্মই গড়বে সাস্টেইনেবল বাংলাদেশ : মেয়র ডা. শাহাদাত হোসেন

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, দেশপ্রেম ও সততা ছাড়া উন্নত, সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গড়া সম্ভব নয়। নতুন প্রজন্মের মধ্যেই লুকিয়ে আছে সেই সম্ভাবনা। তাদের মধ্য থেকেই উঠে আসবে সাস্টেইনেবল বাংলাদেশ গড়ার নেতৃস্থানীয় শক্তি।

সোমবার (২০ অক্টোবর ২০২৫) মেহেদীবাগস্থ ইন্সটিটিউট অফ গ্লোবাল ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন (আইজিএমআইএস)-এর নতুন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মেয়র বলেন, সাস্টেইনেবিলিটি মানে শুধু পরিবেশ রক্ষা নয়, জ্ঞান, মূল্যবোধ ও পেশাগত দক্ষতাকে প্রজন্ম থেকে প্রজন্মে টিকিয়ে রাখা। চিকিৎসা, শিক্ষা কিংবা প্রশাসন—সবখানেই দায়বদ্ধতার সঙ্গে কাজ করতে হবে। নিজের জ্ঞান সমাজের কাজে লাগানোই প্রকৃত মানবিকতা।

তিনি বলেন, চট্টগ্রামকে শহরকে আমরা ‘ক্লিন, গ্রীন, হেলদি, সেফ সিটি’ হিসেবে গড়ে তোলা আমার প্রধান লক্ষ্য। বিভিন্ন সামাজিক উদ্যোগ আমরা গ্রহণ করেছি। পাশাপাশি ময়লা থেকে বায়োগ্যাস উৎপাদনের মাধ্যমে বাংলাদেশে প্রথমবারের মতো বর্জ্যকে সম্পদে রূপান্তরের উদ্যোগ নিয়েছি। হালিশহরে আমাদের বর্জ্য স্টেশনে এই প্রকল্প বাস্তবায়ন শুরু হয়েছে।

মেয়র আরও বলেন, আমরা চসিকের স্কুলে হেলথ স্কিম চালু করেছি, যেখানে শিশুদের শেখানো হচ্ছে কীভাবে ময়লা সঠিক স্থানে ফেলতে হয়, কিভাবে পরিবেশ পরিচ্ছন্ন রাখতে হয় কারণ এডিস মশার জন্মের অন্যতম কারণ হলো যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলে রাখা ও প্লাস্টিক ও পলিথিনে জমে থাকা বৃষ্টির পানি।

ছাত্রদের উদ্দেশে মেয়র বলেন, তোমরাই আগামী দিনের নেতৃত্ব। ৯০-এর দশকে আমরা রাজপথে আন্দোলন করে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি, এখন তোমরাই সেই চেতনা ধরে রাখবে। ঐক্য, সহনশীলতা ও বন্ধুত্বের মূল্যবোধ ধারণ করে দেশ গড়ার কাজে নিজেদের যুক্ত করতে হবে।

এতে উপস্থিত ছিলেন (আইজিএমআইএস) এর প্রিন্সিপাল জাকির হোসেন, ভাইস প্রিন্সিপাল পুষ্প কান্তি বর্মা, এস. এম. পারভেজসহ প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষকবৃন্দ।

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email