
জিয়া ফুটবল টুর্নামেন্ট ২৫ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (২০ অক্টোবর) বিকালে, সিজেকেএস মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও টুর্নামেন্ট কমিটির উপদেষ্টা আবুল হাশেম বক্কর।
শৃঙ্খলা কমিটির সদস্য সচিব শাহ আলমের সভাপতিত্বে ও শাহেদ বক্সের পরিচালনায় বক্তব্য রাখেন মিডিয়া কমিটির আহ্বায়ক বিপ্লব দে পার্থ, শৃঙ্খলা কমিটির সদস্য মো. আলী, এনায়েতবাজার ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আলী আব্বাস, সিজেকেএস ক্রিকেট কমিটির সদস্য দিদারুল আলম চৌধুরী, স্বেচ্ছাসেবক দল নেতা আলী মর্তুজা, এম এ সালাম,মিডিয়া কমিটির সদস্য শহীদ ইকবাল, মো. সেলিম, আশরাফুজ্জামান স্বপন, আনোয়ার হোসেন, কামরুল হোসেন কুতুবি, মো. হাসান, মো. সরওয়ার, ইব্রাহীম সাইফু, আমিন উল্লাহ, বজল আহমদ,মোহাম্মদ রাশেদ,মিজানুর রহমান প্রমুখ। আগামী ২৪ অক্টোবর জিয়া ফুটবল টুর্নামেন্ট সফল করতে শৃঙ্খলা কমিটি কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করেন। পাঁচটি গেইটে শৃঙ্খলা কমিটির টিম থাকবে। এছাড়া স্টেডিয়ামের প্রবেশপথে এবং ভিআইপি গ্যালারিতে টিম করার সিদ্ধান্ত হয়।