চট্টগ্রাম অঞ্চল জামায়াতের নির্বাচনী দায়িত্বশীল সমাবেশ অনুষ্টিত

চট্টগ্রাম অঞ্চল জামায়াতের নির্বাচনী দায়িত্বশীল সমাবেশ অনুষ্টিত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, গণতন্ত্র ও সুশাসন উত্তরণে জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে সরকারকে নভেম্বরের মধ্যে গণভোট আয়োজনের উদ্যোগ গ্রহণ করা জরুরী। আমাদেরকে এখন গণমানুষের আস্থা অর্জনে মরিয়া হয়ে কাজ করতে হবে। সময়ের দাবি অনুযায়ী নতুন নতুন বার্তা ও ইতিবাচক কর্মধারা দিয়ে জনগণের হৃদয়ে স্থান করে নিতে হবে। মানুষের আশা-আকঙ্ক্ষা দুঃখ-দুর্দশা ও প্রত্যাশার সঙ্গে নিজেদের যুক্ত করেই আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীকে বিজয়ী করতে হবে।

তিনি বলেন, আগামী নির্বাচন যেন শুধু ক্ষমতা পরিবর্তনের নয়, বরং ন্যায়-ইনসাফ, জবাবদিহিতা ও জনগণের কল্যাণ প্রতিষ্ঠার নতুন সূচনা হয়- সে জন্যই জামায়াতে ইসলামী শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও জনকল্যাণমূখী রাজনীতিতে বিশ্বাসী।

রবিবার (১৯ অক্টোবর) বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম অঞ্চলের নির্বাচনী দায়িত্বশীল সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক মুহাম্মদ জাফর সাদেক, মাওলানা মোস্তাফিজুর রহমান, অধ্যাপক নুরুল আমিন চৌধুরী, চট্টগ্রাম মহানগরী জামায়াতের ভারপ্রাপ্ত আমির পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম, দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরী, খাগড়াছড়ি জেলা আমির অধ্যাপক আব্দুল মোমেন,বান্দরবান জেলা আমীর মাওলানা এস এম আব্দুচ্ছালাম আজাদ,রাঙ্গামাটি জেলা আমির অধ‍্যাপক আব্দুল আলিম, উত্তর জেলা আমির আলা উদ্দীন সিকদার কক্সবাজার জেলা নায়েবে আমির এডভোকেট ফরিদ উদ্দীন ফারুকী প্রমুখ নেতৃবৃন্দ।এ ছাড়াও চট্টগ্রামের ২৩টি আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থীগণও উপস্থিত ছিলেন।

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email