লায়ন্স ক্লাব শতাব্দী ও সেন্ট্রাল শাপলা ও লিও ডিস্ট্রিক্ট কাউন্সিলের স্বাস্থ্য সেমিনার

লায়ন্স ক্লাব শতাব্দী ও সেন্ট্রাল শাপলা ও লিও ডিস্ট্রিক্ট কাউন্সিলের স্বাস্থ্য সেমিনার

লায়ন্স ক্লাব অব চিটাগাং শতাব্দী, লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রাল শাপলা ও লিও ডিস্ট্রিক্ট কাউন্সিলের আয়োজনে সিএলএফ হালিমা-রোকেয়া মেমোরিয়াল হলে অনুষ্ঠিত হলো এক অনন্য স্বাস্থ্য সচেতনতা সেমিনার।

সেমিনারের মূল বিষয়বস্তু ছিল— ব্রেস্ট ক্যান্সার, চাইল্ডহুড ক্যান্সার ও মেন্টাল হেলথ বা মানসিক স্বাস্থ্য। তিনটি বিষয়ই আধুনিক জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, তবে এখনো সমাজে এ নিয়ে পর্যাপ্ত সচেতনতা গড়ে ওঠেনি। লায়ন্স ক্লাবের এই উদ্যোগ তাই শুধু একটি সেমিনার নয়— এটি ছিল মানবিকতা, দায়িত্ববোধ ও সামাজিক অঙ্গীকারের এক উদাহরণ। জিইটি লায়ন আনিসুল হক চৌধুরী ও কাশফিয়া নূর আশরাফীর যৌথ সঞ্চালনায় শুরুতেই কুরআন তেলওয়াত পাঠ করেন শতাব্দী ক্লাবের সেক্রেটারি লায়ন মোঃ আব্দুল আউয়াল সরকার ও শপথ বাক্য পাঠ করেন,সেন্ট্রাল শাপলার সদ্য প্রাক্তন প্রেসিডেন্ট লায়ন শিরিন আকতার।

অনুষ্ঠান উদ্বোধন করেন, চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম। প্রধান অতিথি ছিলেন মাননীয় জেলা গভর্নর লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু পিএমজেএফ।

বিশেষ অতিথি ছিলেন সদ্য প্রাক্তন জেলা গভর্নর লায়ন কোহিনূর কামাল এমজেএফ, ফাস্ট ভাইস প্রেসিডেন্ট লায়ন কামরুজ্জামান লিটন এমজেএফ, ২য় ভাইস প্রেসিডেন্ট মো. আবু বক্কর সিদ্দিক পিএমজেএফ,কেবিনেট সেক্রেটারি লায়ন মোঃ আবু মোরশেদ এমজেএফ ও ট্রেজেরার লায়ন গাজী মোঃ শহীদ উল্লাহ এমজেএফ, ,জিএলটি লায়ন জাহানারা বেগম,জিএসটি লায়ন মোরশেদুল হক চৌঃ, চাইল্ডহুড চেয়ারপারসন ডাঃ আব্দুল্লাহ আল হারুন, হিউমাটারিয়ান চেয়ারপারসন লায়ন তারেক কামাল,ডিজাস্টার রিলিফ চেয়ারপারসন লায়ন হুমায়ুন কবির,
ডায়াবেটিস চেয়ারপারসন লায়ন হেলাল উদ্দিন,
রিজিওন চেয়ারপারসন ক্লাবস লায়ন নিশাত ইমরান, রিজিওন চেয়ারপারসন লায়ন সোহেলা রহমান মাহমুদ,

জোন চেয়ারপারসন ক্লাবস লায়ন সাইফুল আলম পাটোয়ারী, হাঙ্গার চেয়ারপারসন লায়ন আবু নাছের রনি, ভিশন চেয়ারপারসন লায়ন আফরোজা বেগম, লিও ক্লাব চেয়ারপারসন লায়ন সুভনাজ জিনিয়া,
জোন চেয়ারপারসন শারমিন আক্তার মৌ
জোন চেয়ারপারসন লায়ন আজিজুর রহমান শতাব্দীর প্রেসিডেন্ট লায়ন এইচ এম ওসমান সরওয়ার ও সেন্ট্রাল শাপলার প্রেসিডেন্ট রওশান আকতার ও লিও ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট শওকত হোসেন,
নওশীন রওশান, ইমরান হোসেন ও আবু সালেহ লিপি বড়ুয়া ও লিও এবং শতাব্দী ও সেন্ট্রাল শাপলার লায়ন্স মেম্বারগণ উপস্থিত ছিলেন।

সেমিনারে প্রশিক্ষক হিসেবে ছিলেন,
প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাঃ
ডা. সোহেলা শাহনাজ,
ডা. রশিদ মাহমুদ জুলফিকার ও
মনোবিজ্ঞানী ও মনোরোগ পরামর্শদাতা মিসেস আয়েশা আক্তার।

তারা বলেন, নারীদের মধ্যে ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধের মূল অস্ত্র হলো সচেতনতা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা। অন্যদিকে শিশুদের ক্যান্সার ও মানসিক বিকাশের ক্ষেত্রে অভিভাবকদের সচেতন ভূমিকা অপরিহার্য। মানসিক চাপ, বিষণ্নতা ও একাকিত্ব এখন সমাজজুড়ে নীরব মহামারি— এ বিষয়ে সামাজিক সহমর্মিতা গড়ে তোলার ওপরও গুরুত্ব আরোপ করেন বক্তারা।

সেমিনারে ২জন ক্যান্সার রোগীকে ও ১জন চাইল্ডহুড শিশু রোগীকে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email