পাঁচমিশালি হ্যান্ড ব্লক পণ্য নিয়ে দুইদিনের মেলা আজ শুরু চট্টগ্রামে

পাঁচমিশালি হ্যান্ড ব্লক পণ্য নিয়ে দুইদিনের মেলা আজ শুরু চট্টগ্রামে

দেশের অন্যতম হ্যান্ড ব্লকের প্রতিষ্ঠান পাঁচমিশালি এর উদ্যোগে দুই দিনব্যাপী হোম ডেকোর মেলা এখন চট্টগ্রামে। নগরীর প্রাণকেন্দ্র প্রবর্তক মোড় রুপনগর কমিউনিটি সেন্টারে আজ ২৪ অক্টোবর শুক্রবার সকাল ১০ টায় ক্রেতা দর্শনার্থীদের জন্য উম্মুক্ত করা হবে।
মেলায় পাওয়া যাবে পাঁচমিশালি ব্যান্ডের হ্যান্ড ব্লকের বিছানার চাদর,দরজা জানালার পর্দা, কাতা,থ্রিপিচ, শাড়ী, কোসন কভার বালিশের কভারসহ হোম ডেকোরের নানা ধরনের পণ্য।

পাঁচনিশালির সত্বাধিকারী তানিয়া ইসলাম তৃনা জানান,গত সেপ্টেম্বর মাসে চট্টগ্রামে একদিনের মেলায় ক্রেতা সাধারণের ভীড় ছিল অস্বাভাবিক। মাত্র তিন ঘণ্টায় মালামাল শেষ হয়েছে একদিনের মেলায়।
ক্রেতা সাধারণের চাহিদা বেশী থাকায় দেড় মাস পরেই আরো বড় পরিসরে চট্টগ্রামের রুচিশীল নারীদের জন্য দুই দিনের মেলার আয়োজন। মেলায় নানা ধরনের পণ্য থাকবে পর্যাপ্ত।
ঢাকায় পাঁচমিশালি ধানমণ্ডি ও উত্তরায় দুইটি শো রুম রয়েছে। চট্টগ্রামেও শীঘ্রই একটি শো রুম করা হবে।
তানিয়া ইসলাম তৃনা জানান, পাঁচমিশালি হ্যান্ড ব্লক পণ্যের গুণগত মান ধরে রাখায় গ্রাহক ও ক্রেতা সাধারণের আস্তার প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
পাঁচমিশালি ২০১৯ সালে ছোট পরিসরে যাত্রা শুরু করে এখন একটি বৃহৎ প্রতিষ্ঠানে রুপ নিয়েছে। গ্রাহকদের আস্থার প্রতিষ্ঠানে পরিণত হওয়ায় প্রতিদিন প্রোডাক্ট তৈরির কাজে শ্রমিক, কর্মকর্তা – কর্মচারির সংখ্যা বাড়ছে। বর্তমানে ১৫০ থেকে ২০০ লোকবল পাঁচমিশালির অগ্রযাত্রায় সাথী হয়ে রয়েছে।
তানিয়া ইসলাম তৃনা জানান, চট্টগ্রামের মানুষের রুচিশীলতা অসাধারণ। চট্টগ্রামের মানুষের চাহিদা বিবেচনা করেই পণ্য নিয়ে মেলায় পণ্যসামগ্রী থাকবে। এবারের মেলার পণ্য চট্টগ্রামের মানুষের চাহিদা মেটাতে বড় অবদান রাখবে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email