
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সেক্রেটারি নাঈমুল ইসলাম খানের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক।সম্পদের হিসাব চেয়ে করা চিঠির কোনো উত্তর না পেয়ে নাঈমুল ইসলাম ও তার স্ত্রী নাসিমা খান মন্টির বিরুদ্ধে এই মামলা (নন সাবমিশন)।
সোমবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে এ তথ্য জানান সংস্থাটি মুখপাত্র আকতারুল ইসলাম।
তিনি বলেন, বিগত সরকার প্রধানের প্রেস সেক্রেটারি নাঈমুল ইসলাম খানের বিরুদ্ধে দুদকের তদন্ত চলমান রয়েছে। দুদক সম্পদের হিসেব চাইলেও নাঈমুল ইসলাম কোনো তথ্য দেননি।
এছাড়া, নিয়োগ জালিয়াতির অভিযোগে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক রফিকুল ইসলাম মণ্ডলসহ ৪৪ জনের বিরুদ্ধে দুককের মামলার অনুমোদন দেয়া হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।







