
ফেনীতে নবাগত জেলা প্রশাসক মনিরা হক যোগদান করেছেন। সোমবার তিনি ফেনী জেলার নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
এর আগে গত ১৫ অক্টোবর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মনিরা হককে বদলির আদেশ দেয় সরকার।
ওইদিন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়।
যোগদানের পর নবাগত জেলা প্রশাসক মনিরা হককে তার কার্যালয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানান স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও ফেনী পৌরসভার প্রশাসক গোলাম মো. বাতেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফাহমিদা হক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনজুর আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসমাইল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) রোমেন শর্মাসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
২৭তম বিসিএস এর এ কর্মকর্তা অর্পিত দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেছেন।







