২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ঝরল আরও ৬ প্রাণ

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ঝরল আরও ৬ প্রাণ

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬৯ জনে। একই সময়ে নতুন করে ৯৮৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত এ বছর আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৬৬ হাজার ৪২৩ জনে।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে শুধু ঢাকা উত্তর সিটি করপোরেশনেই ৪ জন মারা গেছেন। পাশাপাশি এই সময়ে ডেঙ্গুতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও বরিশাল বিভাগে একজন করে মোট ২ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে গত একদিনে ঢাকা উত্তর সিটি করপোরেশনে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী (২২৭ জন) হাসপাতালে ভর্তি হয়েছে।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৪১ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১১১ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৭১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২২৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩৩ জন, খুলনা বিভাগে বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬২ জন ও ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪১ জন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরের ডেঙ্গু সংক্রান্ত মৃত্যুর সর্বোচ্চ ঘটনা সেপ্টেম্বর মাসে ঘটেছে, যেখানে ৭৬ জনের মৃত্যু হয়েছে।

এ ছাড়া জানুয়ারি মাসে ১০ জন, ফেব্রুয়ারি ৩ জন, মার্চ মাসে কোনো মৃত্যু হয়নি, এপ্রিল ৭ জন, মে ৩ জন, জুন ১৯ জন, জুলাই ৪১ জন, অগাস্ট ৩৯ জন এবং অক্টোবর মাসে এ পর্যন্ত ৪৪ জনের মৃত্যু হয়েছে।

হাসপাতালে ভর্তির ক্ষেত্রে সেপ্টেম্বরে সবচেয়ে বেশি—১৫,৮৬৬ জন ভর্তি হয়েছেন। অন্যান্য মাসের ভর্তি সংখ্যা যথাক্রমে: জানুয়ারি ১,১৬১, ফেব্রুয়ারি ৩৭৪, মার্চ ৩৩৬, এপ্রিল ৭০১, মে ১,৭৭৩, জুন ৫,৯৫১, জুলাই ১০,৬৮৪, অগাস্ট ১০,৪৯৬।

উল্লেখ্য, ২০২৪ সালে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত দেশে মোট ১,১১,২১৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হন এবং ৫৭৫ জনের মৃত্যু হয়। এর আগের বছর ২০২৩ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যান ১,৭০৫ জন এবং হাসপাতালে ভর্তি হন ৩,২১,১৭৯ জন। এভাবে ডেঙ্গু এখনো দেশের জন্য বড় স্বাস্থ্যঝুঁকি হিসেবে বিদ্যমান।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email