ডেঙ্গুতে দীর্ঘ হচ্ছে লাশের মিছিল

ডেঙ্গুতে দীর্ঘ হচ্ছে লাশের মিছিল

এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু চোখ রাঙিয়েই যাচ্ছে প্রতিদিন। অনেকটা নীরবে প্রাণ কেড়ে নিচ্ছে রোগটি। প্রায় প্রতিদিনই মারা যাচ্ছে মানুষ। দীর্ঘ হচ্ছে লাশের মিছিল।

শীতের শুরুতে সাধারণত কমতে শুরু করে ডেঙ্গু ভাইরাসের বাহক এডিস মশার উপদ্রব। কিন্তু গত বছরের মতো এবারো এর পুনরাবৃত্তি হচ্ছে। বর্ষা শেষে এরই মধ্যে শীতের আভাস মিলতে শুরু করলেও ডেঙ্গুর প্রকোপ কমছে না। উল্টো নিয়েছে ভয়াবহ রূপ। এ প্রবণতা অব্যাহত থাকলে চলতি মাসেই হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা ৩০ হাজার ছাড়িয়ে যেতে পারে। একই সঙ্গে মৃত্যুর সংখ্যাও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসরা।

ডেঙ্গুর প্রকোপ কমাতে এডিস মশা নির্মূলের বিকল্প নেই জানিয়ে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) উপদেষ্টা ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মুশতাক হোসেন গণমাধ্যমকে বলেন, সে কাজটি আমরা এখনো সঠিকভাবে করতে পারিনি। ফলে ডেঙ্গুতে মৃত্যু ঠেকানো যাচ্ছে না। অথচ ঠেকানো সম্ভব। ডেঙ্গুকে মৌসুমি রোগ ভেবে হালকা করে দেখার সময় শেষ বলেও সতর্ক করেন এই জনস্বাস্থ্য বিশেষজ্ঞ।

ডেঙ্গু নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু হয়েছে, তার আগের ২৪ ঘণ্টায়ও ৫ জন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে চলতি বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩৩৬ জনের।

রোববার (১৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৩৯ জন। তাদের মধ্যে বরিশাল বিভাগে ১৮১ জন, চট্টগ্রাম বিভাগে ১৪১ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৪৬ জন, ঢাকা উত্তর সিটিতে ১৮২ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১১৮ জন, খুলনা বিভাগে ১১৯ জন (সিটি করপোরেশনের বাইরে), ময়মনসিংহ বিভাগে ৯৬ জন (সিটি করপোরেশনের বাইরে), রাজশাহী বিভাগে ৪৬ জন (সিটি করপোরেশনের বাইরে), রংপুর বিভাগে ৯ জন (সিটি করপোরেশনের বাইরে) এবং সিলেট বিভাগে একজন (সিটি করপোরেশনের বাইরে) নতুন রোগী ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১,১৯৯ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৮১ হাজার ৪৪২ জন। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৮৪ হাজার ৯৯৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email