সালমান শাহ হত্যা মামলায় স্ত্রী সামিরা ও ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সালমান শাহ হত্যা মামলায় স্ত্রী সামিরা ও ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

চিত্রনায়ক সালমান শাহর হত্যা মামলায় তার স্ত্রী সামিরা হক ও খলনায়ক ডনসহ সংশ্লিষ্ট কয়েকজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত।
সোমবার (২৭ অক্টোবর) আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মামলার তদন্তের স্বার্থে আদালত এ নিষেধাজ্ঞা দেন। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।

উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনে নিজের ফ্ল্যাটে রহস্যজনকভাবে মারা যান বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহ। পরে পরিবার ও ভক্তদের পক্ষ থেকে এটি হত্যা মামলা হিসেবে দাবি করা হয়। দীর্ঘ সময় ধরে তদন্ত চললেও মামলাটি এখনো আদালতে বিচারাধীন রয়েছে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email