
বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন,আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে সবচেয়ে বেশি বিনিয়োগ হবে শিক্ষাখাতে, আগামীর নতুন বাংলাদেশ হবে শিক্ষা নির্ভর, শিক্ষিত না হলে জাতি নিজের পায়ে দাঁড়াতে পারবেনা। আগামীর বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখছি তার জন্য বেশি জোর দিতে হবে শিক্ষায়। নারী ক্ষমতায়ন ছাড়া দেশ এগিয়ে যেতে পারে না উল্লেখ করে তিনি বলেন,নারীদের সাথে নিয়ে দেশ গড়তে হবে।
বুধবার সকালে নগরীর হালিশহরে রাবেয়া বসরি বালিকা উচ্চবিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন,মেয়েদের শিক্ষা বেশি প্রয়োজন। মেয়েদর শিক্ষার ব্যাপারে বেশি জোর দিতে হবে যাতে স্বামীর মুখাপেক্ষী হতে না হয়। বিশ্বে প্রযুক্তিতে যে পরিবর্তন আসছে সেই প্রযুক্তিতর সাথে আমাদের মেয়েরা যদি সংযুক্তি হতে না পারে তাহলে তারা পিছিয়ে পড়বে,পড়ালেখা করেও কোন লাভ হবে না। মেয়েদেরকে কম্পিউটার শিক্ষায় শিক্ষিত হতে হবে। সর্বক্ষেত্রে আমরা মেয়েদেরকে দেখতে চায়,চাকরিতে দেখতে চায়,ক্রীড়াঙ্গনে দেখতে চায়,রাজনীতিতে দেখতে চায়।সাবেক প্রধানমন্ত্রী বেগন খালেদা জিয়া নারী শিক্ষার জন্য অনেক অবদান রেখেছেন। আগামীতে ও নারী শিক্ষার অগ্রগতি নিয়ে তারেক রহমান নানা পদক্ষেপ নিবেন।
জনাব খসরু আরো বলেন -আাদের পেছনে তাকানোর সময় নেই। সামনের দিকে এগুতে হবে। নতুন বাংলাদেশে শিক্ষা লাগবে।বড় বড় ব্রীজ দালান নয়।সুশিক্ষিত জাতি থাকলে দাড়াতে পারবে দেশ।
প্রতিটি স্কুলে লেব্রটোরি করতে হবে। কারিগরি শিক্ষার ব্যবস্থা থাকতে হবে।
তিনি আরো বলেন-খেলাধুলা সাংস্কৃতিক কর্মকাণ্ড এগুলোও শিক্ষার অংশ। এগুলো একসাথে চালাতে হবে। বিগত দিনে আমরা অনেক স্কুলে দালান করে দিয়েছি,ভবিষ্যৎ আমরা এ ব্যাপারে ইনশাল্লাহ আরো বেশি খেয়াল রাখব।
বিদ্যালয় কমিটির সভাপতি মোঃ শফিউল্লাহ সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মহানগর বিএনপির সদস্য সচিব নাজিবুর রহমান। আর বক্তব্য রাখেন-মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান স্বপন,মঞ্জুর আলম, সদস্য ও সাবেক কাউন্সিলর আবুল হাসেম, সাবেক কাউন্সিলর জেসমিন খানম,প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, শিক্ষক তাজউদ্দীন ,
বিপাশা রুপা, শাহিন আক্তার, বিএনপি নেতা আবু জহুর, মোহাম্মদ সাইফুল, নূর সেলিম বাঙালি, মহল্লা কমিটির সভাপতি আবুল বাশার,রফিকুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষিকা রোকেয়া বেগম ও সামিনা আক্তার।
পরে জনাব খসরু শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন।







