বাচ্চা হিসেবে দেখানোর চেষ্টা, ‘শাপলা কলি’ নিয়ে মন্তব্য এনসিপি নেতা শারমিনের

বাচ্চা হিসেবে দেখানোর চেষ্টা, ‘শাপলা কলি’ নিয়ে মন্তব্য এনসিপি নেতা শারমিনের

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, প্রতীক তালিকায় ‘শাপলা কলি’ যুক্ত করে এনসিপিকে বাচ্চা বা অনুজ হিসেবে দেখানোর চেষ্টা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করে বলেন, নির্বাচন কমিশন ‘শাপলার কলি’ প্রতীক দিয়ে এনসিপির সঙ্গে প্রতারণা করেছে। এই প্রতারণামূলক সিদ্ধান্ত থেকে নির্বাচন কমিশনকে সরে আসতে হবে।

তিনি বলেন, এই প্রতীক দ্বারা এনসিপিকে বোঝানো হয়েছে- তোমরা এখনো ফোটো নাই, তোমরা এখনো বাচ্চা। তারা একটা মনস্তাত্তিক চাপ দিতে চাচ্ছেন।

সামান্তা শারমিন বলেন, ইসি বড় কোনো দলের সঙ্গে শরিক হয়ে প্রতারণা করছে। এমন কমিশনের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন সম্ভব না।

এর আগে, নির্বাচন কমিশনের নতুন প্রতীকের তালিকায় ‘শাপলা কলি’ অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করা হয়েছে। গেজেটে অনুযায়ী, আর্টিকেল ৯৪ এ প্রদত্ত ক্ষমতাবলে নির্বাচন কমিশন, ‘নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮’-এর আলোকে তফসিলভুক্ত প্রতীকের তালিকায় ১০২ নম্বরে ‘শাপলা কলি’ প্রতীকটি যুক্ত করা হয়েছে।

শাপলা কলিসহ ইসির তালিকায় আরও তিনটি নতুন প্রতীক তালিকায় যুক্ত করা হয়েছে। এখন সব মিলিয়ে প্রতীকের সংখ্যা হলো ১১৯টি।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email