নগরীর ইউনাইটেড পাবলিক স্কুল ও গ্রীণবাংলা একাডেমির পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

নগরীর ইউনাইটেড পাবলিক স্কুল ও গ্রীণবাংলা একাডেমির পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

আজ ১ নভেম্বর সকালে নগরীর স্বনামধন্য ইউনাইটেড পাবলিক স্কুল এন্ড কলেজ ও গ্রীণবাংলা একাডেমি স্কুলের বার্ষিক ক্রীড়া, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান নগরীরএকটি কমিনিউটি সেন্টারে ইউনাইটেড পাবলিক স্কুল এন্ড কলেজ ও গ্রীণবাংলা একাডেমি স্কুলের সভাপতি মোহাম্মদ সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
বর্ণাঢ্য এই অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম কর্ণফুলীর মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত বাড়ৈ, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম অঞ্চলের সভাপতি কাজী মোহাম্মদ সরোয়ার খান মনজু, ইউনাইটেড পাবলিক স্কুল ও গ্রীণ বাংলা একাডেমির পরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন, স্কুলের পরিচালক বিশিষ্ট ব্যবসায়ি মোহাম্মদ ইমরান হোসেন, স্কুলের পরিচালক ও ব্যাংকার মোহাম্মদ মোফাজ্জল হোসেন, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম অঞ্চলের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার দেদুল বড়ুয়া।
স্বাগত বক্তব্য রাখেন ইউনাইটেড পাবলিক স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক, পরিচালক ও গ্রীণ বাংলা একাডেমির পরিচালক মোহাম্মদ এরশাদ হোসেন।

বক্তব্য রাখেন ইউনাইটেড পাবলিক স্কুল এন্ড কলেজ ও গ্রীণ বাংলা একাডেমির শিক্ষক সুপ্তা বড়ুয়া, রাজিয়া সুলতানা, জান্নাতুল ফেরদৌস, পূজা ধর, রুনা বেগম, জান্নাতুল নাঈমা সামিয়া, মিস মনি আকতার, মিম আকতার, নিপা আকতার, সালমা আক্তার, রিতা আকতার, হাফেজ মোহাম্মদ রাকিব, পূর্ণা চৌধুরী, তামান্না আকতার, জান্নাত মাওয়া, সাদিয়া ইসলাম, সাদিয়া আকতার প্রমুখ।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email