জুলাই সনদ আমাদের জাতির জন্য একটি ঐতিহাসিক অর্জন-মুহাম্মদ ইউনূস

জুলাই সনদ আমাদের জাতির জন্য একটি ঐতিহাসিক অর্জন-মুহাম্মদ ইউনূস

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, ফ্যাসিবাদী শক্তিকে পরাজিত করতে এবং দেশের ভবিষ্যৎ রক্ষা করতে জাতীয় ঐক্য বজায় রাখা ছাড়া কোনো বিকল্প নেই।

শনিবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, আমাদের মধ্যে যে ঐক্য আছে, তা রাষ্ট্র সংস্কারের জন্য অপরিহার্য। ফ্যাসিবাদী গোষ্ঠী দেশের বিভাজন ঘটাতে সর্বশক্তি প্রয়োগ করছে। গত ১৫ মাস আমরা একসাথে তাদের ষড়যন্ত্র মোকাবেলা করেছি। জাতীয় ঐক্য ধরে রাখাই ফ্যাসিবাদকে পরাস্ত করার একমাত্র পথ।

ড. ইউনূস আরও বলেন, দেশের ভবিষ্যৎ গড়ে তোলার চ্যালেঞ্জ কোনো একক ব্যক্তি বা সংস্থা একাই মোকাবেলা করতে পারবে না। এজন্য সকল রাজনৈতিক দলের মধ্যে একতা থাকা প্রয়োজন, যত প্রতিকূলতাই আসুক না কেন।

তিনি জাতীয় ঐক্য বজায় রেখে জুলাই জাতীয় সনদ তৈরি ও বাস্তবায়নে সফল সকল রাজনৈতিক দল ও জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্যদের অভিনন্দন জানান।

তিনি বলেন, জুলাই সনদ আমাদের জাতির জন্য একটি ঐতিহাসিক অর্জন। এটি কেবল নির্বাচনের পথ সুগম করবে না, বরং জাতীয় রাজনীতির ভবিষ্যৎ ও গণতন্ত্রকে সুসংহত করবে।

প্রধান উপদেষ্টা বলেন, আমরা নিজেদের উদ্যোগে এই সংস্কারগুলো বাস্তবায়ন করেছি, কোনো বাইরের পক্ষ আমাদের ওপর চাপ দেয়নি। দেশীয় রাজনৈতিক দলগুলো নিজস্ব সংকট নিজেদেরই সমাধান করতে একমত হয়েছে। এর ফলে আমরা আমাদের জাতীয় ঐক্যকে বিশ্বের সামনে তুলে ধরতে পেরেছি।

তিনি সব রাজনৈতিক দল ও নেতাদের ধন্যবাদ জানিয়ে বলেন, জুলাই সনদ সারাবিশ্বের জন্য অনন্য দৃষ্টান্ত। এমন ঘটনা অন্য কোনো দেশে ঘটে নি, এবং এটি ভবিষ্যতে সংকটকালীন সময়ে দেশগঠনের উদাহরণ হিসেবে বিবেচিত হবে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email