তারুণ্যের উৎসব ২য় সিএমপি কমিশনার কাপ” কারাতে প্রতিযোগিতা অনুষ্ঠিত

তারুণ্যের উৎসব ২য় সিএমপি কমিশনার কাপ" কারাতে প্রতিযোগিতা অনুষ্ঠিত

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও চট্টগ্রাম কারাতে অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আজ শনিবার (০১ নভেম্বর ২০২৫) দামপাড়া পুলিশ লাইন্সস্থ ইনডোর স্পোর্টস কমপ্লেক্সে “তারুণ্যের উৎসব ২য় সিএমপি কমিশনার কাপ” কারাতে প্রতিযোগিতা–২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপি কমিশনার জনাব হাসিব আজিজ বিপিএম মহোদয়।

বিশেষ অতিথি ছিলেন জনাব শাহজাদা আলম, সভাপতি, বাংলাদেশ কারাতে ফেডারেশন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব নিয়াজ মোহাম্মদ খান, সাবেক সিটি কর্পোরেশন কাউন্সিলর ও প্রেসিডেন্ট, চট্টগ্রাম কারাতে অ্যাসোসিয়েশন।

অনুষ্ঠানটি উদ্বোধন করেন উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মুহাম্মদ ফয়সাল আহম্মেদ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)। প্রতিযোগিতা পরিচালনা করেন শিহান কাজী কাউসার আহমেদ, সাধারণ সম্পাদক, চট্টগ্রাম কারাতে অ্যাসোসিয়েশন।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার মহোদয় বলেন – “তারুণ্যই জাতির সবচেয়ে বড় সম্পদ। খেলাধুলার মাধ্যমে তরুণরা যেমন শারীরিকভাবে সুস্থ থাকে, তেমনি মানসিকভাবে দৃঢ় ও শৃঙ্খলাবদ্ধ নাগরিক হিসেবে গড়ে ওঠে। কারাতে একটি শৃঙ্খলাবদ্ধ ও আত্মরক্ষামূলক খেলা, যা তরুণ সমাজকে আত্মবিশ্বাসী করে তোলে।

তিনি প্রতিযোগিতার সফল আয়োজনের জন্য চট্টগ্রাম কারাতে অ্যাসোসিয়েশন ও সকল অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান।

এ প্রতিযোগিতায় অংশ নেয় চট্টগ্রামের বিভিন্ন স্কুল, কলেজ ও ক্লাবের অসংখ্য তরুণ কারাতে খেলোয়াড়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email