পাহাড়ি ঢলে ভেঙে যাওয়া কাঠের সেতুর মেরামতের উদ্যোগ নিলো ইউএনও

পাহাড়ি ঢলে ভেঙে যাওয়া কাঠের সেতুর মেরামতের উদ্যোগ নিলো ইউএনও

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দূর্গম পাহাড়ি এলাকায় অবস্থিত পূর্ব ধোপাছড়ির যাতায়াতের একমাত্র অবলম্বন কাঠের শঙ্খেরকুল ছড়ার কাঠের সেতুটি পাহাড়ি ঢলে ভেঙে গিয়ে দীর্ঘদিন ধরে অযত্নে পড়ে থাকায় হাজারো মানুষের দূর্ভোগ লাঘবে মেরামতের ব্যবস্থা করেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রাজীব হোসেন।

রবিবার (০২ নভেম্বর) দুপুরে ধোপাছড়ি বাজারে ভেঙে যাওয়া কাঠের সেতুটি উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের আর্থিক সহায়তায় ৫ লক্ষ ৮০ হাজার টাকা ব্যয়ে মেরামতের জন্য আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুব আলম শাওন ভুঁইয়া, ধোপাছড়ি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লতিফা আকতার, মেম্বার মুজিবুল হক খোকা, মোজাম্মেল হক মেম্বার, ওসমান চৌধুরী প্রমুখ।

উল্লেখ্য, গত ২০২৩ সালের অক্টোবর মাসে ১৬ লাখ টাকা ব্যয়ে চন্দনাইশ উপজেলা পরিষদের বরাদ্দ থেকে ১০০ মিটার দীর্ঘ ও ৭ ফুট প্রস্থের এই কাঠের সেতুটি নির্মাণ করা হয়। কিন্তু পরবর্তীতে বর্ষার মৌসুমে প্রবল জোয়ারের স্রোতে মাঝখানে সেতুটি ভেঙ্গে গেলে শঙ্খকুল ও চেমিরমুখ এলাকার মধ্যে সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরবর্তীতে এলাকাবাসির অনুরোধে ওই এলাকার জনগনের দুঃখ দুর্দদশার কথা চিন্তা করে সেতুটি মেরামতের আশ্বাস দেন ইউএনও রাজিব হোসেন। তারই প্রেক্ষিতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের সহযোগিতায় সেতুটির মেরামতের উদ্বোধন করেন তিনি।

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email