
চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামকে দলীয় হাইকমান্ড থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে।
মনোনয়ন পাওয়ার পর মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে তিনি আনোয়ারা ও কর্ণফুলী উপজেলায় বিভিন্ন স্থানে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেন। পরে তিনি আনোয়ারা উপজেলার তৈলারদ্বীপ নিজ বাসভবনে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।
এসময় সরওয়ার জামাল নিজাম দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তাকে পুনরায় ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থী হিসেবে মনোনীত করায়। তিনি বলেন,দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিন।
মনোনয়ন পাওয়ার খবরে আনোয়ারা-কর্ণফুলী জুড়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে। চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছালে চট্টগ্রাম-১৩ আসনের সর্বস্তরের জনসাধারণ ও নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাকে সংবর্ধনা দেন।







