শিক্ষার্থীদেরকে অতিরিক্ত মোবাইলের ব্যবহার হতে বিরত থাকতে হবে

শিক্ষার্থীদেরকে অতিরিক্ত মোবাইলের ব্যবহার হতে বিরত থাকতে হবে

সরকারি আশেকানে আউলিয়া ডিগ্রী কলেজের মনোবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. মোজাহেরুল আলম বলেন, আজকের শিক্ষার্থীরা আগামীর দেশ ও জাতির ভবিষ্যৎ কর্ণধার। তাদেরকে সুশিক্ষিকায় শিক্ষিত করে গড়ে তুলতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের দায়িত্ব শীল হতে হবে বেশী। বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা ব্যাপকভাবে মোবাইল আসক্তিতে জড়িয়ে পড়েছে। তাদের মোবাইল ব্যবহারে অভিভাবকদের সচেতন হতে হবে বেশি। গত কয়েক বছর ধরে ৫ বছর বয়স হতে ১৫ বছরের শিক্ষার্থীরা বিভিন্ন চক্ষু রোগে আক্রান্ত হয়ে পড়েছে, যার প্রধান কারণ অতিরিক্ত মোবাইলের ব্যবহার। চট্টগ্রাম নগরীর কয়েকটি চক্ষু হাসপাতালে ও চক্ষু বিশেষজ্ঞদের চেম্বার হতে প্রাপ্ত তথ্য বয়স্কদের চেয়ে শিশু কিশোররাই চক্ষু রোগে আক্রান্ত হচ্ছে। এ থেকে শিক্ষার্থীদেরকে অতিরিক্ত মোবাইল ব্যবহার হতে বিরত থাকতে হবে। অদ্য ০৩ নভেম্বর সকাল ১১ টায় হাজী পাড়া সরকারি আশেকানে আউলিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসায় মোবাইল আসক্তি হতে বেরিয়ে এসো শীর্ষক ফ্রি কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট মাইন্ড ট্রেনিং এন্ড কাউন্সিলিং এর সার্বিক সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের অধ্যক্ষ আল্লামা হাফেজ মুহাম্মদ রিদুওয়ানুল হক হক্কানী (মা.জি.আ)’র সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন অধ্যাপিকা শেখ কামরুন্নাহার। শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে শিক্ষার্থীদেরকে ইসলামী মূল্যবোধ সম্পন্ন জীবন গড়ার লক্ষ্যে পাঠ্য পুস্তক শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে উৎসাহ দিতে হবে এবং বাসা বাড়িতে এবং বিভিন্ন সমাজ কল্যাণমুখী কাজে তাদেরকে আত্মনিয়োগ করার আহ্বান জানিয়ে আরও বক্তব্য রাখেন শিক্ষক মুহাম্মদ আরিফুর রহমান, মাওলানা মুহাম্মদ ইমরান, মাওলানা মুহাম্মদ দেলোয়ার হোসেন, শিক্ষিকা নুর জাহান, ইসমত আরা, মাওলানা কামাল উদ্দিন, মাওলানা আব্দুর রহিম, জান্নাতুল ফেরদৌস সুমাইয়া, জান্নাতুল মাওয়া মেরী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলোয়াত পাঠ করেন হাফেজ মুহাম্মদ নাজিম উদ্দিন, নাত এ রাসূল (দ.) পাঠ করেন হাফেজ মুহাম্মদ নুর খান। ফ্রি কর্মশালায় সার্বিক সহযোগিতায় ছিলেন রেজাউল করিম, মুহাম্মদ রাজু আহমদ প্রমুখ। অনুষ্ঠানে কর্মশালা শেষে বিভিন্ন প্রশ্নোত্তর পর্বে ৩ জন শিক্ষার্থী ও ৩ জন অভিভাবকদেরকে পুরস্কার বিতরণ করার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email