সিএমপি’র ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা

সিএমপি’র ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা

আজ ০৪ নভেম্বর বিকাল ৩:০০টা থেকে ৫:০০টা পর্যন্ত দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) সদর দপ্তরের সম্মেলন কক্ষে পূর্বঘোষিত ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সেবা প্রত্যাশীদের বিভিন্ন অভিযোগ, সমস্যা ও পরামর্শ মনোযোগ সহকারে শোনেন সিএমপি পুলিশ কমিশনার হাসিব আজিজ, বিপিএম । সেবাপ্রার্থীদের উত্থাপিত অভিযোগসমূহের প্রেক্ষিতে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন।
অনেক সেবাপ্রার্থী তাদের অভিযোগের তাৎক্ষণিক সমাধান পেয়ে আবেগাপ্লুত হয়ে কমিশনার মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অন্যরা নিজেদের সমস্যার পাশাপাশি নানা প্রস্তাব ও মতামত তুলে ধরেন এবং এমন একটি উদ্যোগ গ্রহণের জন্য কমিশনার মহোদয়কে আন্তরিক ধন্যবাদ জানান।
এই ‘ওপেন হাউজ ডে’-তে উপস্থিত ছিলেন সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) ও অতিরিক্ত দায়িত্বে (অর্থ ও প্রশাসন) মোঃ হুমায়ুন কবির, উপ-পুলিশ কমিশনার (সদর) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) মোঃ হাবিবুর রহমান প্রাং (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সহ সিএমপি’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email