
চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সরওয়ার জামাল নিজাম মহান ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করেছেন।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেল ৪টায় চট্টগ্রাম নগরীর ২নং গেইটস্থ বিপ্লব উদ্যানে তিনি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তিনি ৭ই নভেম্বরের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানান এবং জাতীয় জীবনে ঐক্য ও গণতন্ত্র পুনরুদ্ধারে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার বিএনপি ও অঙ্গ–সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ।
এর মধ্যে ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোশাররফ হোসেন, সাবেক যুগ্ম আহ্বায়ক মঞ্জুর উদ্দিন চৌধুরী, এডভোকেট ফৌজুল আমিন চৌধুরী, ভিপি মোজাম্মেল হক, সাবেক সাধারণ সম্পাদক শফিউল আলম, জাকারিয়া চৌধুরী জকু, সাবেক চেয়ারম্যান আবুল কালাম আবু, মেজবাহ উদ্দীন চৌধুরী জাহেদ, সাহ্ওয়াজ জামাল নিজাম (সনি) ও সাইফুল ইসলামসহ অন্যান্য নেতাকর্মীরা।
এসময় নেতৃবৃন্দ ৭ই নভেম্বরের চেতনা ও আদর্শ ধারণ করে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।







