অন্তর্বতী সরকারের কাছে নিখোঁজ বিএনপি নেতা বাচা চেয়ারম্যানের সন্ধান চাইলেন আবু সুফিয়ান

অন্তর্বতী সরকারের কাছে নিখোঁজ বিএনপি নেতা বাচা চেয়ারম্যানের সন্ধান চাইলেন আবু সুফিয়ান

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আলহাজ্ব আবু সুফিয়ান বলেছেন-এতদ অন্চলের জনপ্রিয় – বিএনপি নেতা বাচা চেয়ারম্যান নিখোঁজের ১৫ বছর পেরিয়ে গেছে অথচ এখনো তার পরিবার জানেনা সে বেঁচে আছেন কিনা, দেশ থেকে ফ্যাসিস্ট বিতাড়িত হয়েছে প্রায় ১৫ মাস আগে এখনো বাচা চেয়ারম্যানের অবস্থান নির্ণয় করতে পারেন নি সরকার। আমরা বর্তমান অন্তর্বতী সরকারের কাছে এর সুষ্ঠু জবাব চাই – চাই তার সন্ধান ও। বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব নজরুল ইসলাম বাচার নিখোঁজের ১৫ বছর পুর্তি উপলক্ষে গতকাল শনিবার সকালে বোয়ালখালী উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত প্রতিবাদ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় এসব বক্তব্য রাখেন তিনি। ইঞ্জিনিয়ার ইকবালের সভাপতিত্বে স্হানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্টিত এ সভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক হাজী ইছহাক চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন সাবেক সদস্য সচিব হামিদুল হক মান্নান চেয়ারম্যান সহ উপজেলা ও পৌরসভা বিএনপির নেতৃবৃন্দ। এসময় বক্তারা বলেন- নজরুল ইসলাম বাচা ছিলেন উপজেলা বি এন পি’র সফল সভাপতি ও স্হানীয় ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান। ২০১০ সালের ৮ নভেম্বর ফ্যাসিবাদী হাসিনা সরকারের আমলে ঢাকার গাজীপুর চৌরাস্তা থেকে সাদাপোশাকে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর পরিচয়ে তুলে নেওয়া হয় তাকে। সেই থেকে আজ পর্যন্ত তাঁর কোন হদিস পায়নি পরিবার। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর তাদের কথিত ‘আয়নাঘর’ থেকে মুক্তি পান গত ১৬/১৭ বছরের বিভিন্ন সময়ে গুম হওয়া বেশ কয়েকজন। কিন্তু এখানো ফেরেনি বাচা চেয়ারম্যান।বক্তারা অবিলম্বে তার খোঁজ দেয়ার জন্য সরকারের প্রতি আহবানে জানান।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email