বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন সানিয়া মির্জা

বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন সানিয়া মির্জা

টেনিস তারকা সানিয়া মির্জা পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে নিজের বিবাহ বিচ্ছেদ নিয়ে মুখ খুলেছেন। এই অভিজ্ঞতাকে জীবনের সবচেয়ে ভয়াবহ সময় হিসেবে বর্ণনা করেন সানিয়া। তিনি বলেন, বিচ্ছেদ তাকে এতটাই মানসিকভাবে আঘাত করেছিল যে, বারবার প্যানিক অ্যাটাক হতে শুরু করে। এক সময় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, যখন লাইভ শো চলাকালীন আমি অচেতন হয়ে পড়েছিলাম। সেই মুহূর্তের কথা স্মরণ করে সানিয়া বলেন, তখন আমি কাঁপতেছিলাম। এ অবস্থায় উপস্থিত পরিচালক ও কোরিওগ্রাফাররা আমাকে সাহায্য করে।

সানিয়া আরও বলেন, ফারাহ খান ছিলেন ওই শো’র সঞ্চালক এবং তিনি নিজে আমাকে উৎসাহ দিয়েছিলেন। ফারাহ বলেছিলেন, যা-ই হোক, তুমি এই শো করতে যাও, তিনি না আশ্বস্ত করলে, আমি শো করতে পারতাম না। চলে যেতে হতো।

ফারাহ খানের সাহায্য ও সহানুভূতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সানিয়া বলেন, তুমি আমার জীবনের সবচেয়ে খারাপ মুহূর্তে আমাকে তোমার সেটে এনেছিলে, এতোকিছুর মধ্যেও আমাকে লাইভ শো করতে মনোবল দিয়েছিলে। সেই সময়টা আজও আমার কাছে স্মরণীয়।

সানিয়া মির্জা পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিকের সঙ্গে ১২ বছরের দাম্পত্য সম্পর্কের পর আলাদা হয়ে গেছেন, বর্তমানে তিনি একা জীবন যাপন করছেন। উল্লেখ্য, শোয়েব মালিকের বর্তমান স্ত্রী অভিনেত্রী সানা জাভেদ।

এদিকে, দুই দিন আগে ভারতীয় গণমাধ্যমে সানিয়ার এক রহস্যময় ইনস্টাগ্রাম পোস্ট নিয়ে আলোচনা উঠে আসে, যেখানে তিনি বিয়ে ও বিচ্ছেদ নিয়ে অনুপ্রেরণামূলক বার্তা শেয়ার করেন। সানিয়ার পোস্টে লেখা ছিল, বিয়ে কঠিন, বিচ্ছেদও কঠিন। নিজের কঠিনটিকে বেছে নাও। মোটা হওয়া কঠিন, ফিট থাকা কঠিন। নিজের কঠিনটিকে বেছে নাও। ঋণে থাকা কঠিন, আর্থিকভাবে শৃঙ্খলাবদ্ধ থাকা কঠিন। নিজের কঠিনটিকে বেছে নাও। যোগাযোগ কঠিন, যোগাযোগ না করাও কঠিন। জীবন কখনোই সহজ হবে না, সবসময় কঠিনই থাকবে। কিন্তু আমরা কোন কঠিনটাকে বেছে নেব, সেটা আমাদের সিদ্ধান্ত। বুদ্ধিমত্তার সঙ্গে বেছে নাও।

সানিয়ার এই কথাগুলো তার জীবনের অভিজ্ঞতার প্রতিফলন, যেখানে তিনি নিজের সংগ্রাম ও সংগ্রামী মনোভাবের কথা তুলে ধরেছেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email