চট্টগ্রামের এনায়েত বাজারে পাওনা টাকা চাইতে গিয়ে যুবক খুন

চট্টগ্রামের এনায়েত বাজারে পাওনা টাকা চাইতে গিয়ে যুবক খুন

চট্টগ্রাম নগরের এনায়েত বাজার এলাকায় পাওনা টাকা চাইতে গিয়ে আকাশ ঘোষ (২৬) নামে এক যুবক ছুরিকাঘাতে খুন হয়েছেন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে এনায়েতবাজার কসাই পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের পরিবারের বরাত দিয়ে জানা যায়, মোবাইল ফোনের ডিসপ্লে পরিবর্তন করে দেওয়ার পর সানি নামে এক যুবক আকাশকে টাকা পরিশোধ করেননি। বৃহস্পতিবার রাতে পাওনা টাকা চাইতে গেলে সানি ও সঙ্গে থাকা আরও কয়েকজন আকাশকে লক্ষ্য করে হামলা চালায়। একপর্যায় তাকে ছুরিকাঘাত করা হয়।গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা আকাশকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আকাশ ঘোষ নগরীর গোয়ালপাড়া পুকুরপাড় এলাকার বাসিন্দা। অভিযুক্ত সানিও এনায়েত বাজার এলাকার স্থানীয় যুবক বলে জানিয়েছে পরিবার।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল করিম বলেন, ‘ঘটনার পরপরই অভিযান শুরু হয়েছে। হত্যাকাণ্ডে কারা জড়িত, তা চিহ্নিত করার কাজ চলছে। দ্রুতই দায়ীদের আইনের আওতায় আনা হবে।’

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email