দেশের সব মোবাইল ফোন বিক্রির দোকান বন্ধের ঘোষণা

দেশের সব মোবাইল ফোন বিক্রির দোকান বন্ধের ঘোষণা

বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি) সারা দেশে মোবাইল ফোন বিক্রির দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়।

সংগঠনের নেতারা জানিয়েছেন, অ্যাসোসিয়েশনের সেক্রেটারি আবু সাঈদ পিয়াসকে অবিলম্বে মুক্তি না দিলে তারা সারা দেশে কঠোর আন্দোলনে নামবেন। এমনকি তারা ‘দেশ অচল’ করে দেওয়ার হুমকিও দেন।

সংগঠনটির নেতাদের দাবি, মঙ্গলবার রাত ৩টার দিকে সুমাশটেকের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং স্মার্টফোন ও গ্যাজেট ব্যবসায়ী আবু সাঈদ পিয়াসকে গোয়েন্দা পুলিশ (ডিবি) তুলে নিয়ে যায়। তার স্ত্রীর দাবি, ডিবি সদস্যরা তার স্বামীর মোবাইল ফোনও জব্দ করে নিয়ে যায়। পিয়াসের পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে নিশ্চিত করা হয়েছে।

পিয়াসের স্ত্রী সুমাইয়া চৌধুরী জানান, ‘গোয়েন্দা পুলিশ গত রাতে মিরপুর-১ এলাকার আমাদের বাসা থেকে আমার স্বামীকে তুলে নিয়ে যায়। এ সময় পুলিশ তার স্বামীর মোবাইল ফোনটিও নিয়ে যায়।’

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, পিয়াসকে দ্রুত মুক্তি না দিলে তারা সারা দেশে মোবাইল ফোন দোকান বন্ধ রাখার পাশাপাশি আন্দোলন জোরদার করবেন। তারা সরকারের প্রতি আহ্বান জানান, যাতে দ্রুত এই ঘটনায় সংশ্লিষ্টদের বিচার করা হয় এবং তাদের ন্যায্য দাবি মেনে নেওয়া হয়।

এমবিসিবি জানায়, সারা দেশে মোবাইল ফোন বিক্রির দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত অব্যাহত থাকবে, যতক্ষণ না পর্যন্ত তাদের সেক্রেটারি পিয়াসকে মুক্তি দেওয়া না হয়। তারা আরও বলেন, এই ঘটনার বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাবেন এবং দেশের মোবাইল ফোন ব্যবসায়ী সম্প্রদায়ের জন্য ন্যায্য অধিকার আদায় করবেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email