প্রভাষক থেকে সহকারী অধ্যাপক শিক্ষা ক্যাডারের ১৮৭০ জন

প্রভাষক থেকে সহকারী অধ্যাপক শিক্ষা ক্যাডারের ১৮৭০ জন

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের এক হাজার ৮৭০ জন প্রভাষককে পদোন্নতি দিয়ে সহকারী অধ্যাপক করা হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয় তাদের পদোন্নতির আদেশ জারি করেছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের সরকারি কলেজ–১ শাখার উপসচিব মো. আব্দুল কুদ্দুস এ আদেশে স্বাক্ষর করেছেন।

এতে বলা হয়, জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ষষ্ঠ গ্রেডের (টাকা ৩৫,৫০০–৬৭,০১০) প্রভাষক পর্যায়ের কর্মকর্তা‌দের সহকারী অধ্যাপক পদে পদোন্নতি দিয়ে স্ব স্ব কলেজ ও দপ্তরে ইনসিটু পদায়ন করা হয়েছে।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে যোগ দিয়ে পূর্ববর্তী পদের দায়িত্ব পালন করতে হবে। এ ছাড়া কর্মকর্তাদের বিমুক্তি ও যোগদান–সংক্রান্ত সব কার্যক্রম অধিদপ্তর কর্তৃক নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সম্পন্ন করতে হবে বলেও আদেশে উল্লেখ করা হয়।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, ইনসিটু বা সংযুক্ত সহকারী অধ্যাপকরা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিবর্তে নিজেদের কর্মস্থলের নির্ধারিত হারে বেতন–ভাতাদি পাবেন।

জানা গেছে, শিক্ষা ক্যাডারের নিকট ইতিহাসে এটি সংখ্যার বিচারে একটি বড় আকারের পদোন্নতি। এই পদোন্নতির জন্য প্রভাষকরা ‘বিসিএস প্রভাষক পরিষদ’ব্যানারে টানা কয়েক সপ্তাহ ‘নো প্রমোশন, নো ওয়ার্ক’সহ নানা আন্দোলন কর্মসূচি চালিয়ে আসছিলেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email