
মিস ইউনিভার্সের’ মুকুট জিতলেন মেক্সিকান সুন্দরী ফাতিমা বশ
মেক্সিকান সুন্দরী ফাতিমা বশ বিশ্বসুন্দরী প্রতিযোগিতার অন্যতম মর্যাদাপূর্ণ ‘মিস ইউনিভার্সের’ ৭৪তম আসরে বিজয়ের মুকুট জিতেছেন।
থাইল্যান্ডের প্রাভিনার সিং নির্বাচিত হয়েছেন প্রথম রানার-আপ, আর ডেনমার্কের ভিক্টোরিয়া কেয়ার থেইলভিগ—গত আসরের মিস ইউনিভার্স—নিজ হাতে বিজয়ীর মাথায় মুকুট পরিয়ে দেন। ফাতিমার এই সাফল্যের মাধ্যমে পাঁচ বছর পর আবারও মেক্সিকো মিস ইউনিভার্সের খেতাব জিতল। এর আগে ২০২০ সালে আন্দ্রেয়া মেজা দেশের জন্য শিরোপা এনে দেন।







