৩১ দফা বাংলাদেশ মুক্তির সনদ : নিয়াজ মোহাম্মদ খান

৩১ দফা বাংলাদেশ মুক্তির সনদ : নিয়াজ মোহাম্মদ খান

আজ ২০.১১.২৫ বৃহস্পতিবার আছর মতিয়ারপুল বায়তুল হাম মসজিদে আসরের নামাজ আদায় করে মতিয়ারপুল, দক্ষিণ ধনিয়ালাপাড়া ও চান মিয়ার বিল এলাকায় ও সুপারি ওয়ালা পাড়ায় জলিল শাহ বাড়ী ও ধনিয়ালাপাড়ার নাজির আলি বাড়ীর মহিলা সমাবেশে সর্বস্তরের মানুষকে ধানের শীষ প্রতীকে ভোট প্রদানে উৎসাহিত করা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান । এসময় নিয়াজ মোহাম্মদ খান বলেন, ৩১ দফা বাংলাদেশের মুক্তির সনদ।৩১দফা বাস্তবায়ন করতে হলে ধানের শীষে ভোট দিতে হবে।
তিনি বলেন, দেশকে দূর্নীতি মুক্ত, ঘুম মুক্ত, অত্যাচার মুক্ত, টাকা পাচার মুক্ত দেশ গড়তে হলে বিএনপির ধানের শীষে ভোট দিতে হবে। গত ১৫ বছর এই লক্ষ্যে স্বৈরাচারের দোসরদের বিরুদ্ধে বিএনপির আন্দোলন করেছে।
সর্বস্তরের নেতাকর্মীরা গত ১৫ বছর মামলা, জেল খেটেছে ও ঘুম হয়েছে।কেহ যাতে মিথ্যার ফুলঝুরি দিয়ে এলাকার মা বোনদের বিভ্রান্ত করতে না পারে সেদিকে বিএনপির নেতা কর্মীদের সজাগ থাকতে হবে।
উপস্থিত থেকে লিফলেট বিতরণ করেন ২৩ বিএনপির যুগ্ম আহ্বায়ক আকবর কবির ডিউক, আব্দুল মান্নান, সিরাজুল মোস্তফা, এ এস এম নাছির, মোজাহের খান, ডবলমুরিঙ থানা বিএনপি নেতা সুফি মোঃ ইব্রাহীম, তাতীদলের চট্টগ্রাম মহানগর আহ্বায়ক মোঃ সেলিম, আমির উদ্দিন বাবুল,মনির উদ্দিন বাবুল, আব্দুল করিম সেলিম, মোঃ শাহজাহান, বাদশা মিয়া ছিদ্দিকী, হাজী ইসমাইল, মোঃ ইউনুছ, আজিজুর রহমান ভুলু, সালেহ আহমদ, মোঃ জাহাঙ্গীর , মোঃ শামীম, জসিম খান, আব্দুল,পেয়ারু, আলমগীর, আমিন, সেলিম, নবী, তাতী দলের ডবলমুরিঙ থানার আহ্বায়ক রিয়াদ আব্বাস,২৩ নং
স্বেচ্ছাসেবক দলের মেহেদী হাসান রুবেল,জসিম উদ্দিন, মোজাম্মেল মাসুদ, দেলোয়ার ,মাহবুব আলম, মো ইসমাইল, মোঃ ইসলাম , আজিজ যুবদল নেতা মোঃ ফারুক, মুরাদ উদ্দিন, আলমগীর, ওয়াসিম, মাঈনউদ্দিন, সোহেল ,দেলোয়ার, রুবেল, বাপ্পী, ও ছাএদল নেতা তাহাসিন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email