৩১ দফার ভিত্তিত্বে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলা হবে-বক্কর

৩১ দফার ভিত্তিত্বে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলা হবে-বক্কর

চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা দিয়েছেন। এই ৩১ দফার ভিতর হিন্দু মুসলমান খ্রিস্টান কারও মধ্যে কোনও বিভেদ বৈষম্য থাকবে না। তিনি ৩১ দফার মধ্যে সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রতির কথা বলেছেন। ৩১ দফার ভিত্তিতে পরিষ্কারভাবে সব ধর্মের স্বাধীনতার কথা উল্লেখ করেছেন। বিএনপি সকল ধর্মের সম্প্রীতিতে বিশ্বাসী একটি রাজনৈতিক দল। বিএনপি কোনো নির্দিষ্ট ধর্ম বা জাতিগোষ্ঠীর দল নয়, বাংলাদেশে বসবাসকারী সব ধর্মাবলম্বীর দল। বিএনপি সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের সমান অধিকার ও মর্যাদায় বিশ্বাসী। এই ৩১ দফার ভিত্তিত্বে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলা হবে। তারেক রহমান বলেছেন ধর্ম যার যার বাংলাদেশ সবার। এইটা হচ্ছে বিএনপির রাজনৈতিক আদর্শ।

তিনি শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে নগরীর ফিরিঙ্গী বাজার টেকপাড়া এলাকায় আসন্ন নির্বাচনে চট্টগ্রাম ৯ সংসদীয় আসনের ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট প্রদানে উৎসাহিত করে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে জনমত গঠনের লক্ষ্যে সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, এদেশের মানুষের ধানের শীষেই আস্থা। দেশের মানুষ ধানের শীষ ও বিএনপিকেই পছন্দ করে। বিএনপি এই দেশ ও দেশের মানুষের জন্য রাজনীতি করে। বিএনপি দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। তাই বাংলাদেশের মানুষ বিএনপিকে মূল্যায়ণ করতে ভুল করবে না। আগামী নির্বাচনে বিএনপি এককভাবেই রাষ্ট্রক্ষমতায় যাবে এবং তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফার ভিত্তিত্বে ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশ গড়ে তুলবে।

ফি‌রি‌ঙ্গি বাজার টেকপাড়া যুব কল‌্যান সং‌ঘের সভাপ‌তি সন‌জিৎ দা‌শের সভাপ‌তি‌ত্বে ও চট্টগ্রাম জেলা সৎস‌ঙ্গের সাধারন সম্পাদক সুমন ঘোষ বাদশার প‌রিচালনায় এতে প্রধ‌ান বক্তার বক্তব‌্য রা‌খেন জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় ক‌মি‌টির সাধারন সম্পাদক লায়ন আর কে দাশ রুপু, বি‌শেষ অ‌তি‌থির বক্তব‌্য রা‌খেন কো‌তোয়ালী থানা বিএন‌পির সা‌বেক সাধারন সম্পাদক আলহাজ্ব জা‌কির হো‌সেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় ক‌মি‌টির সহ সাংগঠানক সম্পাদক রা‌জিব ধর তমাল। বক্তব্য রাখেন ফি‌রি‌ঙ্গি বাজার ওয়ার্ড বিএনপির আহবায়ক সাদেকুর রহমান রিপন, সদস‌্য স‌চিব জা‌হিদ আহমদ, চট্টগ্রাম জেলা কারা প‌রিদর্শক উজ্জল বরণ বিশ্বাস, বি‌শিষ্ট সনাতনী ব‌্যক্তিত্ব শিক্ষক বাবু উত্তম কুমার চক্রবর্তী, জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় ক‌মি‌টির সাংগঠ‌নিক সম্পাদক সুজন দাশ বাদশা, চট্টগ্রাম জেলা সৎস‌ঙ্গের সভাপ‌তি অ‌নিল চন্দ্র পাল, নারীনেত্রী মনোয়ারা বেগম, সনতানী নেতৃবৃন্দ সাজু দাশ, রাজু কা‌ন্তি দে, রা‌জিব দাশ প্রমুখ।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email