দেব-রুক্মিণীর বিয়ের গুঞ্জন, ইঙ্গিত দিলেন অভিনেত্রী

দেব-রুক্মিণীর বিয়ের গুঞ্জন, ইঙ্গিত দিলেন অভিনেত্রী

টলিউডের আলোচিত জুটি দেব ও রুক্মিণী মৈত্রর সম্পর্ক নিয়ে চর্চা কখনো থামছে না। বহু বছর ধরে একসঙ্গে সম্পর্ক রাখছেন তারা, পাশাপাশি একাধিক সিনেমাতেও জুটি বেঁধে কাজ করেছেন। তাদের পারিবারিক অনুষ্ঠানেও একসঙ্গে দেখা যায়, ফলে তাদের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের কৌতূহল তুঙ্গে।

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে রুক্মিণী এক শুভাকাঙ্ক্ষীর প্রশ্নের উত্তরে বিয়ের ব্যাপারে সরাসরি ইঙ্গিত দেন। তিনি বলেন, ‘যেদিন সবাই এই প্রশ্ন করা বন্ধ করবে, সেদিন সবাইকে চমকে দেব আমরা। কিন্তু বলা যায় না, বিয়ে কার কপালে কখন, কার সঙ্গে।’ এরপর তিনি হাসি-মশকরা করে বক্তব্য শেষ করেন।

এর আগে, গত বছরই গুগলে দেব-রুক্মিণীর ভক্তরা খুঁজে জানতে পেরেছিলেন যে, দেব নাকি ২০২১ সালের ৬ মে রুক্মিণীকে বিয়ে করেছেন এবং তাদের একটি সন্তানও রয়েছে। তবে এ খবরের সত্যতা নিশ্চিত নয়।

অন্যদিকে, দেবকে টলিউডের ‘সালমান খান’ আখ্যা দেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি কোনো খান হতে চাই না। দেব হয়েই ভালো আছি। যেখানে আছি, যার সঙ্গে আছি, বেশ ভালোই আছি।’

বিয়ের প্রসঙ্গে দেব জানান, ‘বিয়ে হচ্ছে ভাগ্যের ব্যাপার। আমি বিয়ে করতে চাই না এমন নয়, তবে সবকিছু পরিকল্পনার মধ্যে। শিগগিরই হয়তো সবাই জানতে পারবে।’

দেব-রুক্মিণীর ভক্তরা এখন আগ্রহে অপেক্ষা করছেন, কখন তাদের প্রিয় জুটি বিয়ের গুঞ্জন সত্যি রূপ নেবে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email