সৌদি-মালয়েশিয়াসহ ৭ দেশে প্রবাসী ভোটার নিবন্ধন স্থগিত

সৌদি-মালয়েশিয়াসহ ৭ দেশে প্রবাসী ভোটার নিবন্ধন স্থগিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে ‘পোস্টাল ভোটবিডি’ অ্যাপের মাধ্যমে চলমান প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম সাত দেশে সাময়িকভাবে স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি–এসডিআই) প্রকল্পের টিম লিডার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সালীম আহমাদ খান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ভোটাররা নিবন্ধনের সময় সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা প্রদান না করায় বাহরাইন, কুয়েত, মালয়েশিয়া, ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে নিবন্ধন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

সালীম আহমাদ খান বলেন, পূর্ণাঙ্গ ঠিকানা না থাকলে পোস্টাল ব্যালট পেপার সংশ্লিষ্ট ভোটারের কাছে পাঠানো সম্ভব নয়। তাই যাচাই নিশ্চিত না হওয়া পর্যন্ত নিবন্ধন স্থগিত থাকবে।

বর্তমানে দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীন, মিশর, মোজাম্বিক, লিবিয়া, মরিশাস, হংকং, ব্রাজিল, উগান্ডা, কঙ্গো, ইথিওপিয়া, নাইজেরিয়া, লাইবেরিয়া, বতসোয়ানা, কেনিয়া, রুয়ান্ডা, আলজেরিয়া, অ্যাঙ্গোলা, তানজানিয়া, সোমালিয়া, ঘানা, গিনি, মরক্কো, দক্ষিণ সুদান, চিলি, সিয়েরা লিওন, ইকুয়েডর, তাইওয়ান, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, গাম্বিয়া, পেরু, জিম্বাবুয়ে এবং যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে নিবন্ধন কার্যক্রম চলছে।

সকাল ১০টা পর্যন্ত মোট ৫২ হাজার ৪২৭ জন প্রবাসী নিবন্ধন সম্পন্ন করেছেন বলে জানায় প্রকল্প কর্তৃপক্ষ।

এ ছাড়া বাংলাদেশে বসবাসরত ভোটারদের মধ্যে সরকারি দায়িত্বে নিয়োজিত ব্যক্তি, সরকারি চাকরিজীবী ও কয়েদিরা ১৯ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করতে পারবেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email