রোটারি ক্লাব অব চট্টগ্রাম স্মাইলের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

রোটারি ক্লাব অব চট্টগ্রাম স্মাইলের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

রোটারি ক্লাব অব চট্টগ্রাম স্মাইল এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর লালদীঘী এলাকার অপরাজেয় বাংলাদে শিশু সহায়তা কেন্দ্রে শিশুদের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

কর্মসূচিতে শিশুদের হাতে কম্বল ও সোয়েটার তুলে দেন রোটারি ক্লাবের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব চট্টগ্রাম স্মাইলের চার্টার প্রেসিডেন্ট মোহাম্মদ আলমগীর, ক্লাব প্রেসিডেন্ট রওশন আক্তার এবং রোটারি ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়ালের চার্টার প্রেসিডেন্ট নজরুল ইসলাম নান্টু, অপরাজেয় বাংলাদেশ শিশু সহায়তা কেন্দ্র এর ইনচার্জ জিনাত আরা।

শীতবস্ত্র পেয়ে আনন্দিত শিশুদের মুখে ছিল হাসি ও উচ্ছ্বাস। আয়োজকরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাদের এই উদ্যোগের মূল লক্ষ্য। ভবিষ্যতেও বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার কথা জানান তারা।

মানবিক এই উদ্যোগে অংশগ্রহণকারী ক্লাব সদস্যরা বলেন, “শীতের সময় এসব শিশুরা যেন কষ্ট না পায়—সেই চিন্তা থেকেই আমাদের এ আয়োজন। সমাজের স্বচ্ছল ব্যক্তিরাও চাইলে সামান্য একটু উদ্যোগেই অনেকের মুখে হাসি ফোটাতে পারেন।”

শীতবস্ত্র বিতরণ কর্মসূচীর জন্য অপরাজেয় বাংলাদেশ এর পক্ষ থেকে রোটারী ক্লাব চট্টগ্রাম স্মাইলকে ধন্যবাদ জানান শিশু সহায়তা কেন্দ্র এর ইনচার্জ জিনাত আরা।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email