বেটিং সাইটে জড়িয়ে বিতর্কে প্রভা: অজ্ঞাতেই প্রচারণায় অংশ নেওয়ার দাবি

বেটিং সাইটে জড়িয়ে বিতর্কে প্রভা: অজ্ঞাতেই প্রচারণায় অংশ নেওয়ার দাবি

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে। অনলাইনে বেটিং সাইটের প্রচারণায় তার সম্পৃক্ততার অভিযোগ ওঠায় নেটিজেনদের মধ্যে ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে। পরে প্রভা জানান, আসলে ‘না বুঝেই’ তিনি এ ধরনের কাজে জড়িয়ে পড়েছিলেন।

মঙ্গলবার রাতে নিজের ফেসবুক পেজে একটি ভিডিও বার্তা প্রকাশ করে প্রভা ঘটনার বিস্তারিত ব্যাখ্যা দেন। তিনি বলেন, গত রমজান মাসে একটি প্রতিষ্ঠান তার সঙ্গে যোগাযোগ করে এবং নিজেদের একটি গেমিং ওয়েবসাইট হিসেবে পরিচয় দেয়। তবে সাইটটি আসলে বেটিং বা জুয়ার সঙ্গে যুক্ত—এ তথ্যটি তাকে জানানো হয়নি।

প্রভা জানান, গেমিং বা এই ধরনের প্ল্যাটফর্ম সম্পর্কে তার ধারণা না থাকায় তিনি বারবার জানতে চান সাইটের কনটেন্ট কী। উত্তরে তাকে বলা হয় যে এটি টি-টোয়েন্টি খেলা ও বিভিন্ন গেম প্রদর্শন করবে। সরল বিশ্বাসে তিনি কাজ করতে রাজি হন।

চুক্তির দিন তাকে একটি ছোট ভিডিও বাইট দিতে বলা হয়। অগ্রিম পারিশ্রমিক পাওয়ার পর তিনি কেবল জানান যে তিনি সাইটটির সঙ্গে যুক্ত—এমন একটি ক্লিপ রেকর্ড করেন। কিন্তু ভিডিওটি প্রকাশের পর দর্শকদের মন্তব্যেই প্রথম জানতে পারেন এটি একটি বেটিং সাইট।

ঘটনা বুঝে প্রভা সঙ্গে সঙ্গে কোম্পানির সঙ্গে যোগাযোগ করেন এবং অগ্রিম টাকা ফেরত দিয়ে তার বাইট বা ভিডিও প্রচার না করার জন্য কড়া নির্দেশ দেন। তিনি দাবি করেন, কোম্পানি বিভিন্নভাবে চাপ সৃষ্টি ও ভয় দেখানোর চেষ্টা করলেও তিনি সিদ্ধান্ত থেকে সরে আসেননি।

প্রভার ভাষ্য, “আমি সত্যিই জানতাম না এটি একটি বেটিং সাইট। মন্তব্য পড়েই বিষয়টি বুঝেছি। এটি আমার অজ্ঞতার কারণে হয়েছে, ইচ্ছাকৃত নয়।”

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email