
গতকাল ৪ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সংসদ সদস্য প্রার্থী হিসেবে বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান জননন্দিত জননেতা আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নাম ঘোষণা করার পর আজ ৫ ডিসেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী।
গতকাল দলের মনোনয়ন পাওয়ার পর গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেন, রাউজানে গণমানুষের ভালোবাসার স্বীকৃতি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আমি দলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থতা কামনা করছি। যে সম্মান রাউজানবাসীকে দল দিয়েছেন তা রাউজানবাসী কখনও ভুলবে না।
তিনি আরো বলেন এ দেশেই আমাদের ঠিকানা, দ্বিতীয় ঠিকানা আমাদের নেই। সকলেই মিলে মিশে বসবাস করতে হবে। শহীদ জিয়ার মাজারে থেকে আমাদের শপথ নিয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য আবু জাফর চৌধুরী, রাউজান উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোহাম্মদ নুরুল হুদা চেয়ারম্যান, মোহাম্মদ ফিরোজ আহমেদ, সৈয়দ মনজুরুল হক, সাবের সুলতান কাজলসহ জেলা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন
গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর বিভিন্ন সময়ে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সভাপতির দায়িত্ব পালন করেন। কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক পদেও দায়িত্ব পালন করেন।







