ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করতে চায় না বিএনপি-সালাহউদ্দিন আহমদ

ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করতে চায় না বিএনপি-সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, নীতি ও আদর্শ ছাড়াই ধর্মের নামে রাজনীতি করছে একটি দল। তবে বিএনপি মানুষের আর্থ-সামাজিক উন্নয়নের বড় পরিকল্পনা হাতে রেখেছে।

সোমবার রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়নে ‘বিএনপির দেশগড়ার পরিকল্পনা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

লাহউদ্দিন আহমদ বলেন, আমরা কেবল ধর্মের ট্যাবলেট বিক্রি করতে চাই না। আমরা জনগণের জন্য কী করতে চাই, সেই পরিকল্পনা তুলে ধরতে চাই। আমাদের জ্ঞানভিত্তিক ও প্রযুক্তিভিত্তিক চর্চা হতে হবে, যাতে অন্য কোনো সংগঠন ধারেকাছে আসতে না পারে। যে ভোটাধিকার আদায়ের জন্য দীর্ঘ ১৬ বছরের সংগ্রাম করতে হয়েছে, সেই গণতান্ত্রিক যাত্রায় বাধা দেয়ার চেষ্টা করলে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে।

তিনি আরও বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ছিলেন শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা ও স্বাধীনতার মহান ঘোষক। তার সময়ে গণমাধ্যম ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছিল। বাংলাদেশের গণতান্ত্রিক রাষ্ট্রের শক্তির পেছনে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও বিএনপির অবদান রয়েছে।

বর্তমান সরকারের সমালোচনা করে তিনি বলেন, হাসিনা ফ্যাসিবাদী শাসনব্যবস্থা চালু করেছে এবং গণতন্ত্রের মুখোশে বাকশাল চালু হয়েছে। বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় চরিত্র হনন ও রাজনৈতিক হনন বেড়েছে। বিদেশ থেকে কেউ এমনভাবে লেখে যেন তারা জ্ঞানের জাহাজ, বাকিরা মুর্খ, তাদের কোনো দায়িত্ব নেই, দেশপ্রেমের বালাই নেই। তাই এখন বেশি সচেতন ও প্রতিরোধমূলক পদক্ষেপ নিতে হবে আমাদের।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email