
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তার দল ধর্মের ব্যবহার করে না, ধর্মকে নিয়ে ব্যবসা করে না। তিনি অভিযোগ করেন, যারা নির্বাচনের সময় এলে তসবিহ নিয়ে ঘুরে, তারাই মূলত ধর্ম নিয়ে ব্যবসা করে।
সোমবার দুপুরে ইউরোপীয় ইউনিয়নের ঢাকাস্থ দূতাবাসে ৮ দেশের দূতদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।
জামায়াত আমির জাতীয় নির্বাচন পেছালে দেশ গভীর সংকটে পড়ার আশঙ্কা প্রকাশ করে বলেন, “জাতীয় নির্বাচন পেছানো জামায়াতের কাম্য না। কোনো কারণে ফেব্রুয়ারিতে নির্বাচন পেছালে দেশ গভীর সংকটে পড়বে।”
ডা. শফিকুর রহমান বলেন, ক্ষমতায় গেলে তারা ‘ইনক্লুসিভ বাংলাদেশ’ গড়বেন এবং কোনো দলকেই বাদ দেবেন না। তিনি বলেন, “দেশের স্বার্থে দারুণভাবে আমরা অনুভব করি, জামায়াত ক্ষমতায় গেলে অন্তত আগামী ৫ বছর দেশের স্থিতিশীলতা, অর্থনীতি ফিরিয়ে আনা, সমাজে আইনের শাসন প্রতিষ্ঠা পাবে।”
সরকার গঠনের বিষয়ে জামায়াত আমির বলেন, তিনি দুইটি বিষয়ের নিশ্চয়তা চান—প্রথমত, নিজে দুর্নীতি না করা এবং দুর্নীতিকে প্রশ্রয় না দেওয়া। দ্বিতীয়ত, সকলের জন্য সমান বিচার নিশ্চিত করা, এ বিষয়ে রাজনৈতিকভাব হস্তক্ষেপ করা যাবে না।
তিনি জানান, “যারা অন্তত এই দুইটি বিষয়ে একমত হবেন আমরা তাদের নিয়ে সরকার গঠন করতে আগ্রহী।”







