
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মহান বিজয় দিবস উপলক্ষে আনোয়ারা’র পেশাদার সাংবাদিক কর্তৃক আয়োজিত প্রীতি অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর জার্সি উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) দুপুর দেড়টায় আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সোহানের রহমান সোহাগ টুর্নামেন্টের জার্সি উন্মোচন করেন।
এসময় টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য এবং সব দলের টিম ম্যানেজারবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, আগামী বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) টুর্নামেন্টের উদ্বোধনী খেলা এবং শনিবার (১৩ ডিসেম্বর) ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। খেলায় দেয়াং, সাঙ্গু, ইছামতি ও টানেল দল প্রতিদ্বন্দ্বিতা করবেন।







